আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের নতুন উদ্যোগ – “IKSFF Short Flicks | The Short Film Hub”

Spread the love

কলকাতা, সেপ্টেম্বর ২০২৫ — আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল (IKSFF) নতুন অধ্যায় শুরু করতে চলেছে এক অভিনব পদক্ষেপের মাধ্যমে। “IKSFF ShortFlicks | The Short Film Hub” নামের এই উদ্যোগে শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও ও ডকুমেন্টারি সরাসরি মুক্তি পাবে দর্শকদের সামনে, IKSFF-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল @IKSFF-ShortFlicks-এর মাধ্যমে।

এই বিশেষ যাত্রার সূচনা হবে আগামী ১৯ সেপ্টেম্বর, ২০২৫-এ, যখন শুভমুক্তি ঘটবে ড. শুদ্ধসত্ত্ব চ্যাটার্জি পরিচালিত শর্ট ফিল্ম “শুধু মনে রেখো”-র। ছবিটিতে অভিনয় করেছেন ফাল্গুনি চট্টোপাধ্যায় ও মানসী সিনহা। ইতিমধ্যেই ছবিটির ট্রেইলার দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছে। এর আগেও বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে এই শর্ট ফিল্মটি।

উদ্যোগটির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো Revenue Sharing মডেল। নির্মাতাদের জন্য বিশেষ পরিকল্পনার কথা জানিয়ে সৌরভ চক্রবর্তী জানিয়েছেন, ভবিষ্যতে চ্যানেলটি মনিটাইজড হলে আয়ের একটি অংশ নির্মাতাদের সঙ্গেও শেয়ার করা হবে ।এর ফলে স্বাধীন চলচ্চিত্রকাররা কেবল নতুন দর্শকের কাছে পৌঁছনোর সুযোগই পাবেন না, বরং তাঁদের সৃজনশীল কাজের আর্থিক স্বীকৃতিও মিলবে।

Internatioal Kolkata Short Film Festival | IKSFF এর ফেস্টিভ্যাল চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী এবং ফেস্টিভ্যাল ডিরেক্টর শাশ্বতী গুহ চক্রবর্তীর উদ্যোগে গড়ে ওঠা এই প্ল্যাটফর্ম স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য খুলে দেবে এক নতুন দিগন্ত। আয়োজকদের আশা, এই প্রয়াস আগামী দিনে প্রতিভাবান নির্মাতাদের আরও বেশি করে শর্ট ফিল্ম নির্মাণে অনুপ্রাণিত করবে, আর দর্শকদের জন্য তৈরি করবে এক অভিনব ও সহজলভ্য সাংস্কৃতিক পরিসর।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*