রোজদিন ডেস্ক : রাজ্যে বিধানসভা নির্বাচনে তাঁরা একলা চলবেন? নাকি জোট বাঁধবেন? এই প্রশ্নে দলের জেলা নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার। ভার্চুয়াল এই বৈঠকে দলের জেলা সভাপতিরা উপস্থিত ছিলেন বলে সূত্রের খবর। তাঁরা জোট চান কিনা, গেলেও কাদের সঙ্গে জোট চান তা জানতে চাওয়া হয়। এছাড়া আগামী ২৮ জানুয়ারি কলকাতায় জাতীয় কংগ্রেস নেতাদের উপস্থিতিতে সমাবেশ করতে চান তাঁরা। সেখানে জেলা থেকে কতজন আসবেন ইত্যাদিও জানতে চাওয়া হয়।
সূত্রের খবর, সিংহভাগ প্রতিনিধিই নির্বাচনে একলা চলার পক্ষে। তবে জোট হলেও তা যেন শাসকদলের সঙ্গে না হয় সে কথা জানিয়ে দিয়েছেন সিংহভাগ প্রতিনিধিই। প্রদেশ কংগ্রেস সভাপতি সবার বক্তব্যই শোনেন৷ তবে এই সব নিয়ে তিনি নিজে কোন সিদ্ধান্ত নেবেন না। দলের সর্বস্তরের মতামত দলের হাইকমান্ডকে জানাবেন। যা সিদ্ধান্ত নেওয়ার দিল্লিই নেবে।
এর আগে ২০১৬-র বিধানসভা নির্বাচন সহ বেশ কিছু নির্বাচনে রাজ্যে বামেদের সঙ্গে জোট করে লড়েছে কংগ্রেস। তবে খুব ভাল কিছু ফল হয়নি।।২০২১ সালে দু-পক্ষই শূন্য হয়ে গেছে। জোটের হয়ে একমাত্র জয়ী হয়েছিলেন আইএসএফের নৌসাদ সিদ্দিকি।
সূত্রের খবর আগামী ২৮ জানুয়ারি শহিদ মিনারে সমাবেশ করতে আগ্রহী প্রদেশ
কংগ্রেস। জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সেখানে উপস্থিত থাকবেন। প্রিয়াঙ্কা গান্ধীকে সমাবেশে আনার জন্যও তাঁরা চেষ্টা করছেন বলে জানা যায়।
এই রাজ্যের সঙ্গে বাম শাসিত কেরালাতেও নির্বাচন হবে। ওই রাজ্যে তাঁরা পরস্পরের মূল প্রতিদ্বন্দ্বী। এই রাজ্যে কি হবে তা এখন ও অজানা।

Be the first to comment