SIR : গোটা প্রক্রিয়ায় গতি আনতে আরও ২ হাজার মাইক্রো অবজার্ভার নিয়োগের পথে কমিশন

Spread the love

রোজদিন ডেস্ক : SIR শুনানি পর্বে কাজের গতি বাড়াতে পশ্চিমবঙ্গে আরও প্রায় দু’হাজার মাইক্রো অবজ়ার্ভার নিয়োগ করতে চলেছে কমিশন। পাশাপাশি বাড়ানো হবে শুনানি কেন্দ্রও। বর্তমানে যে গতিতে কাজ চলছে তাতে নির্দিষ্ট সময়ের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যাবে কিনা তা নিয়ে সংশয়ে কমিশনের একাংশ। সেই লক্ষ্যেই মাইক্রো অবজার্ভার বাড়ানোর সিদ্ধান্ত, বলেই মনে করা হচ্ছে। তবে এই পদে আগের মতোই কোনও রাজ্য সরকারি কর্মচারি নয়, কেন্দ্রীয় সরকারি কর্মীদেরই নিয়োগ করবে কমিশন। আগামী বৃহস্পতিবার প্রশিক্ষণ দেওয়া হবে নবনিযুক্ত মাইক্রো অবজার্ভারদের। কমিশন সূত্রে খবর, শুনানির কাজে গতি আনাটাই এখন নজর কমিশনের। কারণ, শুনানি শুরুর আগে ৪৬০০ জন মাইক্রো অবজ়ার্ভার নিয়োগ ছিল। কিন্তু তাতে কুলোচ্ছে না। তাই আরও দু’হাজারের কাছাকাছি মাইক্রো অবজ়ার্ভার নিয়োগ করা হচ্ছে। তথ্য বলছে, রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় রয়েছে ৯৪ লক্ষ নাম। এ ছাড়াও, নো ম্যাপিং তালিকায় রয়েছে আরও ৩২ লক্ষ। মোট ১ কোটি ২৬ লক্ষের শুনানি বাকি। এখনও পর্যন্ত শুনানির জন্য ৭০ লক্ষ নোটিস তৈরি করা হয়েছে। তার মধ্যে ৩৪ লক্ষ নোটিস পাঠানো হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শুনানির কাজ। হাতে বাকি মাত্র ২৫-২৬ দিন। তার মধ্যে গোটা কাজ শেষ করতে গেলে এই গতিতে এগোলে হবে না৷ এটা স্পষ্ট হয়ে গিয়েছে। তাই অতিরিক্ত মাইক্রো অবজার্ভার নিয়োগ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে কমিশন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*