রোজদিন ডেস্ক : আরও ঠান্ডার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। মঙ্গলবার শহর কলকাতার তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাপমাত্রা নামবে ১২ ডিগ্রির ঘরে। ফলে বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে ঠাণ্ডার দাপট আরও বাড়বে। মকর সংক্রান্তির পর থেকে ঠান্ডা কমতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। মঙ্গলবার বিকাল থেকেই নতুন করে সক্রিয় হবে উত্তুরে হাওয়া। হাওয়া অফিস জানিয়েছে, শীতের বাড়তি অক্সিজেন জোগাবে ওই হাওয়া। সবমিলিয়ে পৌষ পার্বণে বজায় থাকবে জমজমাট শীতের আমেজ। দক্ষিণবঙ্গে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। ঘন কুয়াশার সম্ভবনা নেই। তবে বেশ কয়েকটি এলাকায় বেলা পর্যন্ত কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার দাপট বাড়াবে কুয়াশার। মঙ্গলবার উত্তরবঙ্গের জন্য ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সম্ভাবনার সঙ্গে চলবে পারদ পতন। পার্বত্য এলাকায় ২-৪ ডিগ্রি এবং অন্য জেলায় ৮-১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে তাপমাত্রা।

Be the first to comment