রোজদিন ডেস্ক : পদ্মার ভাঙন রুখতে বড় প্রকল্প হাতে নিতে চলেছে রাজ্য প্রশাসন। নদী ভাঙন প্রতিরোধ এবং ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সংবেদনশীল এলাকাকে সুরক্ষিত রাখতে ৭৫.৪৬ কোটি টাকা খরচে একটি নদী তীর সুরক্ষা প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে বলেই জানা গিয়েছে। সেচ দফতর সূত্রে খবর, এই প্রকল্পের জন্য টেন্ডারও ডাকা হয়ে গিয়েছে। মুর্শিদাবাদের লালগোলা ব্লকের আত্রোসিয়া ও রেণু এলাকার কাছে পদ্মার ডান তীরে এই কাজ হবে। এই অংশটিকে ভাঙনপ্রবণ বলে চিহ্নিত করা হয়েছে। প্রকল্পের আওতায় প্রায় ১,৮৩০ মিটার দীর্ঘ নদীতীর সুরক্ষিত করা হবে। প্রকল্পের মূল উদ্দেশ্য হল নদীতীরকে স্থিতিশীল করা এবং নদীর স্রোতের গতিপথ পরিবর্তনের ফলে বারবার জমি হারানোর প্রবণতা বন্ধ করা। পাশাপাশি সীমান্তঘেঁষা এই এলাকায় বসতি, কৃষিজমি ও সরকারি পরিকাঠামোর ঝুঁকি কমানো। দীর্ঘমেয়াদি সুরক্ষা দেওয়ার লক্ষ্যেই এই পরিকল্পনা করা হয়েছে। ৫১৬ দিনে এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ই-টেন্ডারিং প্রক্রিয়ায় এই কাজ বরাদ্দ করা হবে। প্রকল্পের সম্পূর্ণ অর্থ বরাদ্দ করবে রাজ্য সরকার।

Be the first to comment