নিপা ভাইরাস, রাজ্যকে সহায়তায় মুখ্যমন্ত্রীকে ফোন, চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে নিপা ভাইরাসের সংক্রমণের খবর মিলতেই সহায়তার হাত বাড়িয়ে দিল কেন্দ্র। স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ফোন করে সর্বতোভাবে সহায়তার আশ্বাস দেন। মুখ্যমন্ত্রীকে চিঠিও দেন।
রাজ্যে নিপা ভাইরাসের সংক্রমণ নতুন না। বেশ কয়েক বছর আগেও রাজ্যে এর প্রাদুর্ভাব হয়েছিল। ইতিমধ্যে রাজ্য সরকার এই মারণ রোগ প্রতিরোধে সব রকম সচেতনতা বৃদ্ধির প্রয়াস নিয়েছে।
সূত্রের খবর, এই রোগের বিষয়ে রাজ্যকে প্রযুক্তিগত, লজিস্টিক ও অপারেশনাল সহায়তা দিচ্ছে কেন্দ্র। এই নিয়ে মুখ্যমন্ত্রীকে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
অন্যদিকে নিপা আক্রান্ত দুজনের চিকিৎসা চলছে। তাঁদের স্বাস্থ্যের ওপর অবিরত নজর রাখা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*