বিজেপি নিরন্তর অপপ্রচারের জবাব দিতে কর্মীদের সোশ্যাল মিডিয়ায় জোর দেওয়ার আহ্বান অভিষেকের

Spread the love

রোজদিন ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় আরও জোর দিতে।কর্মীদের আহ্বান জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাংলার ডিজিটাল যোদ্ধাদের সভায় এই আহ্বান জানান তিনি। তারপর মঙ্গলবার এক্স হ্যান্ডলে এক দীর্ঘ পোস্টে সে কথাই আরও একবার মনে করিয়ে দিলেন তিনি। তিনি বাংলার যুবসমাজকে ডিজিটাল যোদ্ধা হিসেবে এগিয়ে আসার আহ্বান জানান। বলেন, বিজেপির আক্রমণের বিরুদ্ধে লাগাতার লড়াই করতে হবে এবং বাংলায় যা ঘটছে সেই সত্যিটা সঠিক।ভাবে তুলে ধরতে হবে।
তাঁর কথায়, “বিজেপি এই রাজ্য নিয়ে নিরন্তর অপপ্রচার চালাচ্ছে। এর বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়াও সমানভাবে বড় আকারে ও তীব্র হতে হবে। আমাদের ডিজিটাল স্পেসকে রক্ষা করতে হবে এবং বিজেপির কুৎসার বিরুদ্ধে লড়াই করতে হবে।
তিনি যুবসমাজকে ১০০ দিনের জন্য ডিজিটাল যোদ্ধা হিসেবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আমরা যদি একসাথে কাজ করি, তাহলে কোনও অপপ্রচারই আমাদের থামাতে পারবে না। শেষে ডিজিটাল
যোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, এই তরুণ যোদ্ধারা বাংলার ডিজিটাল বাঁধ। আগামী ১০০ দিনের জন্য, তাদের সর্বশক্তি দিয়ে দক্ষতা এবং ধারাবাহিকতার সঙ্গে কাজ করতে হবে। ৫ দিনের লক্ষ্য নির্ধারণ করুন, কঠোরভাবে নিজেদের প্রচারের অগ্রগতিতে নজর রাখুন এবং দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যান। যখন জনপ্রতিনিধি, বুথকর্মী, ডিজিটাল যোদ্ধারা একসঙ্গে কাজ করবে, তখন কোনও পাহাড়ই বেশি উঁচু নয়, কোনও অপপ্রচারকেই শক্তিশালী মনে হবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*