রোজদিন ডেস্ক : সাধারণতন্ত্র দিবসে দেশের সংবিধানকে রক্ষা করার সংকল্প নেওয়ার আহ্বান জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার এক্স হ্যান্ডলে তিনি লেখেন, বিচার, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব শুধু শব্দ নয়, তা হল আত্মত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত প্রতিশ্রুতি। স্বাধীনতা সংগ্রামীরা এই আদর্শের জন্যই প্রাণ দিয়েছিলেন। তাঁর কথায়, আজ সংবিধানের উপর একের পর এক আঘাত নেমে আসছে, বিভিন্ন সম্প্রদায়কে প্রান্তিক করা হচ্ছে এবং ভাষা, খাদ্য, বিশ্বাস ও মতপ্রকাশের উপর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। তাই সাধারণতন্ত্র দিবসে আজ সংকল্প নিতে হবে সংবিধান রক্ষার।

Be the first to comment