রোজদিন ডেস্ক : মঙ্গলবার দিন শুরু হতেই কলকাতা মেট্রোর ব্লু লাইনে বিভ্রাট। বন্ধ হল পরিষেবা। কিছুক্ষণ পর থেকে চালু হল আংশিক পরিষেবা। এই ভাবে ঘন্টা দু’য়েক চলার পর সকাল ৯টা থেকে স্বাভাবিক হয়েছে ব্লু লাইনের পরিষেবা, এমনই জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। কিন্তু বিঘ্ন ঘটায় এখন যাত্রীদের ভিড় যথেষ্ট বেড়েছে, তাতেও সমস্যায় পড়ছেন তাঁরা। এদিন সকাল ৭টার কিছু পর থেকেই সেন্ট্রাল থেকে মহানায়ক উত্তমকুমার স্টেশন পর্যন্ত প্রায় পৌনে এক ঘণ্টা বন্ধ থাকে পরিষেবা। উত্তরে দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল এবং দক্ষিণে মহানায়ক উত্তমকুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলাচল করে ট্রেন। মেট্রো। কিন্তু ঠিক কী কারণে এই বিঘ্ন, তা মেট্রো কর্তৃপক্ষের তরফে এখনও জানানো হয়নি। দক্ষিণেশ্বর স্টেশনে সকাল ৭.২০ মিনিট নাগাদ ঘোষণা করা হয়, আপাতত দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল এবং মহানায়ক উত্তমকুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে। সাত সকালে এই বিভ্রাটের জেরে সমস্যায় পড়েন বহু যাত্রী। সূত্রের খবর, নেতাজি ভবন এবং রবীন্দ্র সদন স্টেশনের মাঝের সুড়ঙ্গে একটি মেট্রো আটকে পড়ে। তার জেরেই এই বিপত্তি ঘটে বলে জানা যাচ্ছে। যদিও মেট্রোর তরফে এখনও কিছু জানানো হয়নি।

Be the first to comment