রোজদিন ডেস্ক : উত্তরপাড়ায় নির্যাতিতা ছাত্রীর বাড়ি গেলেন প্রদেশ ও জেলা কংগ্রেসের প্রতিনিধিরা। সূত্রের খবর, নাবালক এই ছাত্রী মাধ্যমিক দেবেন। আগামী মাসে জীবনের প্রথম বড় পরীক্ষার আগে এই গণধর্ষণের ভয়ংকর ঘটনায় তিনি মানসিক,
শারীরিকভাবে বিধ্বস্ত। মূল অভিযুক্ত রাজ্যের শাসক দলের ঘনিষ্ঠ হওয়ায় ছাত্রী ও তাঁর পরিবার খুবই আতঙ্কিত। স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষে তাঁদের নিরাপত্তার ব্যবস্থাও তেমন নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

আজ প্রদেশ ও হুগলি জেলা কংগ্রেসের পাঁচ প্রতিনিধি নির্যাতিতার বাড়ি যান, উত্তরপাড়া থানায় এই বিষয়ে দাবিপত্রও পেশ করেন। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জি বলেন, রাজ্য সভাপতি শুভংকর সরকারের নির্দেশে তাঁরা এখানে এসেছেন। বন্ধ কারখানায় গণধর্ষণের জঘন্য অপরাধ হয়েছে।
আক্রান্ত মেয়েটি ও তার পরিবার এতটাই আতঙ্কিত, কোন কথাই বলতে পারছেন না। এই জঘন্য অপরাধে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির তাঁরা দাবি করেন। প্রতিনিধি দলে সহ সভাপতি মায়া ঘোষ, হুগলি জেলা কংগ্রেস সভাপতি সুব্রত মুখার্জি, রাণা চন্দ, মিঠু নাগও ছিলেন। ক্ষুব্ধ আশুতোষ চ্যাটার্জি আরও বলেন, তাঁরা আসবেন জেনেও উত্তরপাড়া থানার আই সি সাহেব থানায় ছিলেন না।
তাঁরা অবিলম্বে নির্যাতিতা ও তাঁর পরিবারের সুরক্ষার জন্য পুলিশ মোতায়েন দাবি করেছেন। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্যও দাবি করেন তাঁরা।
উল্লেখ্য, গত সপ্তাহে বন্ধ কারখানায় নাবালক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ধৃত মূল অভিযুক্ত দীপংকর অধিকারী (২৯) শাসক দলের স্থানীয় নেতা। তিনি তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগই অস্বীকার করেছেন।

Be the first to comment