রোজদিন ডেস্ক : কেন্দ্রীয় সরকার, বিশেষত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নয়া ভি বি জিরামজি বিল প্রত্যাহার না করলে বড় প্রতিরোধের মুখে পড়বেন। আজ জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই হুঁশিয়ারি দিয়েছেন। আজ কর্ণাটকের ইয়াদ্রামিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, এই বিল শ্রমিক বিরোধী, কৃষি বিরোধী ও গণতন্ত্র বিরোধী।
কেন্দ্রীয় সরকার যেখানে বিরোধী শাসিত রাজ্যগুলিকে ঠিক মত করের ভাগ দেয় না, সেখানে এই নয়া বিলে প্রকল্পের ৪০% ব্যয় ভার রাজ্যগুলির ওপর চাপিয়ে দেওয়ার তীব্র সমালোচনা করেন তিনি। এই বিলে পঞ্চায়েতের অধিকারও খর্ব করা হয়েছে বলে জানান।
মল্লিকার্জুন খাড়গে আরও বলেন, নয়া বিলে পঞ্চায়েতগুলি কোন সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারবে না, কেন্দ্রীয় সিদ্ধান্ত তাদের দিয়ে জোর করে রূপায়িত করা হবে। বিলে রামের নাম দেওয়ারও তিনি সমালোচনা করেন। নলেন, ভগবানের নামে প্রকল্প, মন্দিরকে অনুদান, মন্দিরে যাওয়া, পূজাপাঠ ইত্যাদিতে অংশ নেওয়ার অর্থ আমজনতাকে মোহাবিষ্ট করা ছাড়া কিছু নয়। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরির আসন্ন বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে প্রধানমন্ত্রী এই সব করছেন।
উল্লেখ্য, কংগ্রেস-সহ বিরোধীরা প্রথম থেকেই সাবেক মনরেগা প্রকল্প তুলে নয়া গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প ভি বি জিরামজি র বিরোধিতা য় মুখর হয়েছেন। কংগ্রেস সারা দেশে এর প্রতিবাদে আন্দোলনও করছে।

Be the first to comment