বাতিল দরপত্র! দেউচা পাঁচামির খনন বন্ধ!

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্য সরকারের বহুল বিজ্ঞাপিত দেউচা পাঁচামির খননের কাজ আপাতত বন্ধ । ১২ একর জমিতে এই খনন কাজ জোর কদমে শুরু হলেও রবিবার থেকে তা বন্ধ হয়ে যায়।
মূলত আগের দরপত্র বাতিল হওয়ার জন্য এই খনির দায়িত্বে থাকা পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিগম (ডবলিউবিপিসিএল) এই সিদ্ধান্ত নেয়। নতুন দরপত্র আহবান করে তা চূড়ান্ত না হওয়া অবধি খননের কাজ বন্ধ থাকবে বলে জানা যায়।
সূত্রের খবর, অনিয়মের অভিযোগে ব্যাসাল্ট মাইনিং প্রাইভেট লিমিটেডের দরপত্র বাতিল হয়ে যায়।
গত বছর ফেব্রুয়ারিতে বিশ্ব বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেউচা পাঁচামির খননের কাজ শুরু হওয়ার কথা ঘোষণা করেছিলেন। এর প্রতিবাদে স্থানীয়ভাবে বিক্ষোভও শুরু হয়। বিরোধী সিপিএমের অভিযোগ ছিল, ওখানে ব্যাসাল্ট
শিলা তোলাই প্রশাসনের মূল উদ্দেশ্য।
দেউচা পাঁচামিতে মাটির তলায় যে বিশাল কয়লার ভান্ডার আছে, তার ওপরে ৩১৮ একর এলাকা জুড়ে ব্যাসাল্ট শিলার স্তর আছে।পিডিসিএল-এর জন্য দরপত্র ডেকেই সেই কাজ করাচ্ছিল।
এই বিষয়ে সিপিএম ও বিজেপির পৃথকভাবে রাখা বক্তব্যর মূল সুর এক। সিপিএমের গৌতম ঘোষ এই খনিকে মরীচিকা বলে মন্তব্য করেছেন।
বিজেপির জগন্নাথ চ্যাটার্জি জানান, এটি একটি অবাস্তব প্রকল্প। এখানে কোনদিনই কয়লা উঠবে না।
এর জন্য কেন ৩ হাজার একর জমি অধিগ্রহণ করা হল সেই প্রশ্নও তুলেছেন বিরোধীরা। জমিদাতাদের ক্ষতিপূরণ, চাকরি ইত্যাদি নিয়েও বিস্তর দুর্নীতির অভিযোগ উঠেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*