রোজদিন ডেস্ক : প্রাক্তন উপ-রাষ্ট্রপতি, প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখর সোমবার দিল্লির এইমসে ভর্তি হয়েছেন। ১০ জানুয়ারি তিনি দিল্লির বাসভবনে দুবার অজ্ঞান হয়ে গেছিলেন।সোমবার এইমসে স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি এলে চিকিৎসকরা তাঁকে বিভিন্ন পরীক্ষার জন্য ভর্তি হতে পরামর্শ দেন। তাঁর এমআরআই করা হয়। মঙ্গলবার অন্যান্য পরীক্ষা করা হবে। ৭৪ বছর বয়েসি জগদীপ ধনখর উপ-রাষ্ট্রপতি থাকাকালীন একাধিকবার বিভিন্ন অনুষ্ঠানে জ্ঞান হারিয়েছিলেন। কুচ, উত্তরাখণ্ড, কেরালা, দিল্লিতে এই রকম হয়েছিল। চিকিৎসকরা তাঁর সার্বিক শারীরিক পরীক্ষা করার ওপর গুরুত্ব দিয়েছেন বলে জানা যায়।
পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখর উপ-রাষ্ট্রপতি পদে আচমকাই গত ২১ জুলাই পদত্যাগ করেন।

Be the first to comment