রোজদিন ডেস্ক : প্রয়াত হলেন কিশওয়ার জাহান। আজ রাতে তিনি প্রয়াত হন। তাঁর প্রয়াণ -এ শোকাহত
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন –
রিজওয়ানুর ও রুকবানুর রহমান – এর মা কিশওয়ার জাহানের মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। ওনার সাথে আমার গভীর ব্যক্তিগত সম্পর্ক ছিল। আমায় উনি আপনজন হিসেবে খুব ভালোবাসতেন। আমি প্রতি ঈদ-এ ওনার সাথে দেখা করতে যেতাম। কতো পুরোনো স্মৃতি আজ মনে আসছে। আমার হৃদয়ে উনি চিরদিন থাকবেন। আমি রুকবানুর সহ ওর পরিবার-পরিজন -সকলকে আমার আন্তরিক সমবেদনা জানাই।

Be the first to comment