রাজ্যে নিপা ভাইরাস! উদ্বিগ্ন চিকিৎসক মহল

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে নিপা ভাইরাসের সংক্রমণে দুজন আক্রান্ত হয়েছেন। উত্তর ২৪ পরগনার বারাসতে এক নামী বেসরকারি হাসপাতালে তাঁরা ভর্তি আছেন। আক্রান্ত দুজনই পেশায় নার্স বলে জানা গেছে। উদ্বিগ্ন রাজ্য সরকার এই বিষয়ে জরুরি ভিত্তিতে হেল্পলাইন চালু করেছে।
এই রোগ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রকাশ।
নিপা ভাইরাসের খবরে রাজ্যের চিকিৎসক মহল উদ্বিগ্ন। রাজ্য সরকারি চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস-এর সাধারণ সম্পাদক উৎপল ব্যানার্জি এই বিষয়ে উদ্বেগ ব্যাক্ত করে স্বাস্থ্য দফতরের প্রধান সচিবকে চিঠি দিয়েছেন।

প্রধান সচিবকে লেখা চিঠিতে উৎপল ব্যানার্জি এই রোগ নিয়ে ব্যাপক সচেতনতা প্রচারে গুরুত্ব দেন। বলেন, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক নয়, তবে সচেতন করা খুবই জরুরি। ২০০১ সালে শিলিগুড়িতে এই রোগের প্রাদুর্ভাব হয়েছিল। রাজ্য সরকারের এই নিয়ে অভিজ্ঞতা আছে। তিনি যুদ্ধকালীন জরুরি ভিত্তিতে নিপা ভাইরাসের মোকাবিলা করতে সরকারকে আর্জি জানান। এই বিষয়ে তাঁদের সংগঠন সবরকমভাবে সহযোগিতা করতে প্রস্তুত বলেও তিনি জানান। কোভিড কালের মত এই বিষয়ে নিয়মিত বুলেটিন প্রকাশেরও তিনি দাবি জানিয়েছেন।
অন্যদিকে স্বাস্থ্য দফতরের প্রধান সচিব নারায়ণ স্বরূপ নিগম পৃথকভাবে জানান, এই রোগ নিয়ে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। রাজ্য সরকার এই বিষয়ে তদারকি করছে।সব রকম প্রতিরোধমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে।
মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী বলেন, বাদুড়ের সংস্পর্শে আসে, এমন ফল ও খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছেন।
সূত্রের খবর, নিপা ভাইরাসে আক্রান্ত দুজনের বয়েস ২২ থেকে ২৫ বছর। পেশায় নার্স দুজন সম্প্রতি ব্যক্তিগত কারণে পুর্ব বর্ধমানে গেছিলেন। তবে তাঁরা কোনদিন রাজ্যের বাইরে যাননি। বেসরকারি হাসপাতালে ভর্তি এই দুই আক্রান্তর শারীরিক পরিস্থিতি সমানে তদারকি করা হচ্ছে।
স্বাস্থ্য দফতরের প্রধান সচিব আরও জানান, রাজ্য এই রোগের মোকাবিলায় প্রস্তুত। আক্রান্তদের পরিবারের ওপরও নজর রাখা হচ্ছে।
সূত্রের খবর, ২০০১ এর পর ২০০৭ সালে নদীয়ায় নিপা ভাইরাসে পাঁচ জন আক্রান্ত হয়েছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*