আতঙ্কের এসআইআর, এবার বাদুড়িয়ায় মৃত্যু হল এক বছর পঁচাত্তরের বৃদ্ধার

Spread the love

রোজদিন ডেস্ক : এই বাংলায় এখন আতঙ্কের অন্য নাম এসআইআর। আতঙ্কের জেরে একের পর এক মৃত্যুর সাক্ষী হয়েছে রাজ্য। মৃত্যু মিছিল এখনও থামেনি। এবার এসআইআর আতঙ্কে মৃত্যু হল এক বছর পঁচাত্তরের বৃদ্ধার। মৃতার নাম অনিতা বিশ্বাস। বাদুড়িয়া পুরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন অনিতা।

পরিবারের অভিযোগ, এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পর অনিতা বিশ্বাসের হিয়ারিংয়ে ডাক পড়ে। গত ৫ তারিখ তিনি হিয়ারিংয়ে গিয়ে কাগজপত্র দেখানোর পরও সঠিক দিশা না পেয়ে অনিতা বিশ্বাস চিন্তিত হয়ে পড়েন এবং আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। এরপরেই তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। তড়িঘড়ি বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে রবিবার গভীর রাতে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। জানা গিয়েছে ২০০২ সালের ভোটার তালিকায় অনিতা বিশ্বাসের নাম ছিল না। তবে তার আগে ১৯৯৫ সালের ভোটার লিস্টে তাঁর নাম ছিল । কিন্তু তারপরে আবার তাঁর নাম ভোটার লিস্টে ওঠে। তিনি তার নথিপত্র-সহ সবকিছু জমা দেন। তার পরও তাঁকে হিয়ারিংয়ে ডাকা হয়। ৫ জানুয়ারি হিয়ারিংয়ে গিয়ে নথিপত্র সবকিছু জমা দেওয়ার পরেও আধিকারিকদের কাছ থেকে আশ্বাস না পেয়ে তিনি চিন্তিত হয়ে পড়েন। তার পর আতঙ্কগ্রস্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন এবং ৭ তারিখে তাঁর ব্রেন স্ট্রোক হয়। হাসপাতালে চিকিৎসায় থাকাকালীন রবিবার গভীর রাতে অনিতার মৃত্যু হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*