রোজদিন ডেস্ক : বিজেপি শাসিত মহারাষ্ট্রে ফের পরিযায়ী শ্রমিক খুন। বাংলা বলার অপরাধে (!!) বাসন্তী নিবাসী এই শ্রমিককে পিটিয়ে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয় বলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার অভিযোগ করেন।
ক্ষুব্ধ শুভংকর সরকার বিজেপিকে তোপ দেগে বলেন, ওঁরা বাংলা দখলের যে অলীক স্বপ্ন দেখছেন, তাঁদের রাজ্য নেতা-নেত্রীরা এই বিষয়ে কি বলবেন?
রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের দাবি,অবিলম্বে এই সব বিজেপি শাসিত রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ করে ওই সব রাজ্যে এখান থেকে যাওয়া পরিযায়ী শ্রমিকদের জীবন-জীবিকা নিরাপদ ও সংরক্ষিত রাখার ব্যবস্থা করুন।
উল্লেখ্য, বাংলাভাষীদের বিশেষ ভাবে বিজেপি শাসিত রাজ্যে বেশি অত্যাচার করা হচ্ছে। দলের রাজ্য নেতারা এই নিয়ে নীরব কেন, প্রদেশ কংগ্রেস সেই প্রশ্নও তুলেছেন।

Be the first to comment