বিচারপতি সুজয় পালই হলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি

Spread the love

রোজদিন ডেস্ক : সাময়িক বিরতির পর স্থায়ী প্রধান বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট। সোমবার হাইকোর্টের পরবর্তী স্থায়ী প্রধান বিচারপতির দায়িত্বে এলেন বিচারপতি সুজয় পাল। এতদিন তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন। সূত্রের খবর গত ৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের কলেজিয়াম প্রধান বিচারপতি হিসেবে তাঁর নামেই সিলমোহর দিয়েছিল। প্রসঙ্গত, প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম অবসর নেওয়ার পর থেকেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছিলেন বিচারপতি পাল। বিচারপতি পালের জন্ম প্রবাসী বাঙালি পরিবারে। ছোটবেলা কেটেছে মধ্যপ্রদেশে। সেখানেই পড়াশোনা। পরে জব্বলপুরের রানি দুর্গাবতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন। আইন বিষয়ে এলএলবি ডিগ্রিও পান। দীর্ঘদিন আইনজীবী হিসেবে কাজ করার পর ২০১১ সালে মধ্যপ্রদেশ হাইকোর্টের জব্বলপুর বেঞ্চে বিচারক হিসেবে নিযুক্ত হন। কিছুদিন পর তাঁর ছেলে মধ্যপ্রদেশ হাইকোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিস শুরু করায় তাঁকে তেলঙ্গানা হাইকোর্টে বদলি করা হয়। গত বছর ২৬ মে সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি পালকে কলকাতা হাইকোর্টে বদলির সুপারিশ করে। অবশেষে এবার সেখানেই স্থায়ী ভাবে শীর্ষ পদের দায়িত্ব পেলেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*