আগের থেকে অনেকটাই ভাল রয়েছেন কবি জয় গোস্বামী

তবে মিনিটে লাগছে ৬ লিটার অক্সিজেন

Spread the love

কবির শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। জানিয়েছেন চিকিৎসকরা। এন‌আরবিএম থেকে ফেস মাস্কে রয়েছেন কবি জয় গোস্বামী। এখন প্রতি মিনিটে ৬ লিটার অক্সিজেন দিতে হচ্ছে তাঁকে। দেহে অক্সিজেনের মাত্রা ৯৯ শতাংশ।

গত দু’দিন ধরে এন‌আরবিএমে প্রতি মিনিটে ১০-১২ লিটার অক্সিজেন দিতে হচ্ছিল জয় গোস্বামীকে। পরে সেই মাত্রা বাড়িয়ে ১৪ লিটারও করা হয়। তারপর প্রতি মিনিটে ১৩ লিটার অক্সিজেন দিতে হচ্ছিল তাঁকে। এন‌আরবিএমে অক্সিজেন দিয়ে দেহে অক্সিজেনের মাত্রা থাকছে ৯৯ শতাংশ। বৃহস্পতিবার না বলতে পারলেও, শুক্রবার কবিকে স্থিতিশীল বলতে পারছেন চিকিৎসকেরা। তবে চিন্তার বিষয়, কবির রয়েছে কো-মর্বিডিটি। তা নিয়েই সতর্ক চিকিৎসকরা। কবির রক্তচাপ থাকছে ৮৪/৭০, পালস থাকছে ১১০, আর রক্তে সুগারের মাত্রা ১৩৮।

রবিবার রাতে কবিকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করার পর সোমবারই জানা যায়, কবিকে সিসিইউয়ে রাখা হয়েছে। রবিবার থেকেই তাঁর জ্বর আসে, সঙ্গে বমিও হয়। পেটের সমস্যাও ছিল। তাঁর স্ত্রীও অসুস্থ ছিলেন। তবে জয় গোস্বামীর কোভিড রিপোর্ট পজিটিভ এলেও স্ত্রী কাবেরী গোস্বামীর রিপোর্ট নেগেটিভ এসেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*