ডারবানের কিংসমিডে ছয় ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে আজ ভারত দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো। অধিনায়ক বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানের তৃতীয় উইকেটে ১৮৯ রানের পার্টনারশিপ ভারতকে জিতিয়ে দিলো। কোহলি আজ শতরান করেন। জেতার জন্য যখন মাত্র ৮ রান বাকি তখন বিরাট আউট হন। আউট হওয়ার আগে বিরাট ১০ টি চার এর সাহায্যে ১১২ রান করেন। আজিঙ্ক রাহানে করেন ৭৯ রান। এদিন রাহানে বিরাটের চেয়ে বেশি আক্রমণাত্মক ছিলো। রাহানে ২টো ছক্কা হাঁকান। এছাড়া রোহিত ২০, ধাওয়ান ৩৫ রান করেন। এই প্রথমবার ডারবানের মাঠে ভারত দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করলো। এই ম্যাচ জিতে ভারত টেস্টের সাথে সাথে একদিনের আন্তর্জাতিকেও দক্ষিণ আফ্রিকাকে সরিয়ে এক নম্বর র্যাঙ্কিং-এ চলে এলো। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিরাট কোহলি।
এর আগে ডারবানের কিংসমিডে ছয় ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকা টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। এদিন ভারতীয় দলে দুই পেসার, দুই স্পিনার খেলেছে। নির্ধারিত ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৮ উইকেট হারিয়ে ২৬৯ রান সংগ্রহ করেছে। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস। তিনি আজ শতরান করেন। তাঁর ১১২ বলে ১২০ রানের ইনিংসে ছিল ১১টার চার এবং ২টো ছয়। ক্যুইন্টন ডি কক করেন ৩৪ রান, ক্রিস মরিস ৩৭ রান করেন। ভারতের হয়ে সেরা বোলার এদিন চ্যায়নাম্যান কুলদিপ যাদব। কুলদিপ ১০ ওভারে মাত্র ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন। যুযুবেন্দ্র চাহাল ২ উইকেট নেন। এদিন পেসাররা সুবিধা করতে পারেননি।
ফাইল ছবি
Be the first to comment