আজকের দিন

Spread the love

রণবীর রাজ কাপুর

(জন্ম: ১৪ ডিসেম্বর, ১৯২৪ – মৃত্যু: ২ জুন, ১৯৮৮)
তৎকালীন ব্রিটিশ ভারতের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের পেশাওয়ারে জন্মগ্রহণকারী বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা ও হিন্দি চলচ্চিত্রের পরিচালক ছিলেন। রাজ কাপুরকে ‘ভারতীয় চলচ্চিত্রের সেরা পথপ্রদর্শকরূপে’ আখ্যায়িত করা হয়ে থাকে।
.
১৯৩৫ সালে মুক্তিপ্রাপ্ত ইনকিলাব চলচ্চিত্রে মাত্র দশ বছর বয়সে প্রথমবারের মতো অংশগ্রহণ ঘটে তাঁর। পরবর্তী ১২ বছরে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর ১৯৪৭ সালে বড় ধারণের সুযোগ পান নীল কমল চলচ্চিত্রের মাধ্যমে। ১৯৪৮ সালে চব্বিশ বছরের যুবক রাজকাপুর নিজস্ব স্টুডিও প্রতিষ্ঠিত করেন আর. কে. ফিল্মস নামে।
.
জন্মদিবসে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শ্রদ্ধাঞ্জলি।

সঞ্জয় গাঁন্ধী

জন্মঃ ১৪ ডিসেম্বর ১৯৪৬
তিনি ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ। গান্ধী-নেহরু পরিবারের সদস্য। তিনি ছিলেন ভারতবর্ষের খ্যাতনামা রাজনীতিবিদ ইন্দিরা গাঁন্ধীর পুত্র। এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।
.
আজ জন্মদিবসে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাি শ্রদ্ধাঞ্জলি।

বিশ্বজিৎ চ্যাটার্জী

(জন্মঃ ১৪ ডিসেম্বর ১৯৩৬)
তিনি একজন বাংলা/ হিন্দি চলচ্চিত্র অভিনেতা। তাঁর জন্ম কলকাতায়, এবং পরে তিনি বোম্বে গিয়ে হিন্দি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।
.
কলকাতাতে কয়েকটি ছবিতে যেমন, মায়ামৃগ (১৯৬০), দুই ভাই (১৯৬১) এরপর তিনি মুম্বাই চলে যান। ১৯৬২ সালে তিনি হিন্দি চলচ্চিত্র বিশ সাল বাদ-এ অভিনয় করেন। ১৯৭৫ সালে, বিশ্বজিৎ কেহেতে হে মুজকো রাজা ছবিটি প্রযোজনা ও পরিচালনা করেন। তিনি কংস, ডাক হরকরা, নতুন ফসল, মায়ামৃগ, নব দিগন্ত, শেষ পর্যন্ত, ধূপছায়া, মজবুর, কোহরা, দো দিল, মেরে সানাম, সাগাই, জাল ইত্যাদি বহু ছবিতে অভিনয় করেন।
.
জন্মদিবসে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

শ্যাম বেনেগাল

জন্মঃ ১৪ ডিসেম্বর ১৯৩৪
তিনি একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক।
.
অঙ্কুর, চরনদাস চোর, নিশান্ত, মন্থন, ভূমিকা, জুনুন, কলিযুগ, আরোহন, মান্ডি, ত্রিকাল, সমর, জুবেইদা ইত্যাদি তাঁর পরিচালিত ছবিগুলির মধ্যে। এছাড়াও ক্লোজ টু নেচার, হোয়াই এক্সপার্ট ইত্যাদি তাঁর পরিচালিত ডকুমেন্ট্রি।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

সামিরা রেড্ডি

(জন্ম ১৪ ডিসেম্বর ১৯৮০)
তিনি একজন ভারতীয় অভিনেত্রী যিনি সাধারণত তেলেগু এবং বলিউড চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়া তাকে বাংলা চলচ্চিত্র, তেলেগু চলচ্চিত্র, মালায়ালাম চলচ্চিত্র এবং কন্নড় চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়। এছাড়া তিনি ভারানাম আয়্যিরাম, বেদী এবং ভেত্তাই সহ কিছু তামিল চলচ্চিত্রে অভিনয় করেছেন।
.
সামিরাকে প্রথম দেখা যায় ১৯৯৬ সালে পঙ্কজ উদাসের গজল “অর আহিস্তা” এর ভিডিওতে, যখন তিনি তার স্নাতক সম্পন্ন করেন। তিনি বলিউড চলচ্চিত্রে সবার নজর কাড়েন মেনে দিল তুজকো দিয়া (২০০২) সিনেমাতে অভিনয়ের মাধ্যমে। ২০০৪ সালে তিনি মসাফির সিনেমায় অভিনয় করেন। গৌতম মেমন পরিচালিত তামিল সিনেমা ভারানাম আয়্যিরাম সিনেমায়, সুরিয়া শিবকুমারের বিপরীতে। ব্লকবাস্টার হিট হয়। রেড্ডির আত্মবিশ্বাসী অভিনয়ের ফলে তিনি সমালোচকদের কাছে প্রসংশিত হন।
.
ম্যায়নে দিল তুঝকো দিয়া, ডারনা জরুরী হ্যায়, প্ল্যান, মুসাফির, নো এন্ট্রী, অশোক, নক্সা, রেস, দে দানা দন, কালপুরুষ, আক্রোশ, ইত্যাদি সিনেমায় তিনি অভিনয় করেন।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

রহিম নবি

জন্মঃ ১৪ ই ডিসেম্বর ১৯৮৫
তিনি একজন ভারতীয় ফুটবল খেলোয়াড়। মিড ফিল্ড স্ট্রাইকার ও ডিফেন্ডর হিসাবে তিনি পরিচিত। আই লিগের সেকেন্ড ডিভিশানে তিনি খেলেছেন।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

 

তথ্য সংগ্রহেঃ মাসানুর রহমান

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*