উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসেবে গড়ে তোলার দাবি ক্রমশ জোরালো হতে শুরু করেছে ৷ এবার এই দাবিতে সামিল হলেন আরও এক বিজেপি বিধায়ক ৷ জলপাইগুড়ির নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরার দাবি, উত্তরবঙ্গ বঞ্চিত ৷ তাই আলাদা রাজ্যের দাবি উঠছে ৷
উত্তরবঙ্গকে পশ্চিমবঙ্গের থেকে আলাদা করে নতুন একটি রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়ার দাবি সম্প্রতি প্রথম তোলেন আলিপুরদুয়ারের সাংসদ বিজেপির জন বার্লা ৷ তাঁর যুক্তি ছিল, উত্তরবঙ্গে সঠিক উন্নয়ন হয়নি ৷ এখানকার মানুষ অত্যাচারিত ৷ তাই উত্তরবঙ্গের সঠিক উন্নয়নের স্বার্থে, সাধারণের মানুষের ভালোর জন্য আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল জরুরি ৷
জন বার্লা এই দাবি পেশ করার সঙ্গে সঙ্গেই রাজ্যজুড়ে ব্যাপক বিতর্ক শুরু হয়ে যায় ৷ তৃণমূল কংগ্রেসের নেতারা সমস্বরে আসরে নেমে পড়েন ৷ বিজেপির গায়ে বিচ্ছিন্নতাবাদী তকমা সেঁটে দেওয়া হয় ৷ যদিও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ দলের একাধিক নেতা এই ইস্যুতে প্রকাশ্যে দূরত্ব বজায় রাখতে শুরু করেন ৷ এই দাবি কোনও কোনও নেতার ব্যক্তিগত, এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলেও গেরুয়া শিবির থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে ৷
তার পরও উত্তরবঙ্গের জন্য আলাদা রাজ্যের দাবি চাপা পড়ে যায়নি ৷ বরং বেড়েছে ৷ উত্তরবঙ্গের আরও বেশ কয়েকজন বিজেপি নেতা এবং জনপ্রতিনিধি এই দাবিতে সরব হয়েছেন ৷ কেউ ঘুরিয়ে জন বার্লার দাবিকে সমর্থন করেছেন ৷ আবার কেউ সরাসরি পৃথক রাজ্য গঠনের দাবি তুলেছেন ৷
যাঁরা সরাসরি এই দাবিতে সরব হয়েছেন, তাঁদের তালিকাতেই রয়েছেন পুনা ভেংরা ৷ তাঁর বক্তব্য, কারও পিপাসা পেলে সে জল চায়। কারও খিদে পেলে সে খাবার চায়। উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরে শোষিত, বঞ্চিত ৷ তাই আলাদা রাজ্যের দাবি উঠছে। সোমবার মেটেলির ইংডং চা-বাগানে নিজের বাড়িতে বসে পুনা অভিযোগ করলেন, উত্তরবঙ্গকে বঞ্চিত করে রাখা হয়েছে । উন্নয়নমূলক কাজ হয়নি । এই এলাকার মানুষের উন্নয়ন হলে এই আওয়াজ উঠত না । তাই জন বার্লা যে দাবি তুলেছেন, তা জনতার থেকেই এই দাবি উঠে এসেছে । একই সঙ্গে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে এই দাবি একদিনের নয় ৷ দীর্ঘদিনের বঞ্চনার প্রতিবাদ ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন যে ভারতীয় জনতা পার্টিও ছোট ছোট রাজ্যের পক্ষে ৷ কারণ, তারা মনে করে যে ছোট রাজ্য হলে প্রশাসনিক কাজ সহজ হয় ৷ আর উন্নয়নেও বাড়তি নজর দেওয়া যায় ৷ সেই কারণে অটলবিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় দেশের একাধিক রাজ্যকে ভাঙা হয়েছিল ৷
এখন প্রশ্ন হল, উত্তরবঙ্গ থেকে যে দাবি উঠেছে, তা কি কেন্দ্র মেনে নেবে ? রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে আন্দোলন যত তীব্রতর হবে, ততই দাবি মানার সম্ভাবনা বাড়বে ৷ এভাবেই দীর্ঘ আন্দোলনের পথ পেরিয়ে তেলাঙ্গানা তৈরি হয়েছে ৷ তাই উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না ৷
Be the first to comment