অক্টোবরে মমতা বন্দ্যোপাধ্যায়কে রোমে আমন্ত্রণ। সমাজসেবায় অবদানের কথা উল্লেখ করে এই আমন্ত্রণ জানানো হয়েছে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে রোমের একটি সংগঠন।
৬ অক্টোবর ও ৭ অক্টোবর রোমে ২দিনের আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানান হয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে। সূত্রের খবর, এই আমন্ত্রণপত্র এসে পৌঁছেছে মুখ্যমন্ত্রীর কাছে। নবান্নের কর্তারাও এই খবর জানতে পেরেছেন। এই সম্মেলনে আমন্ত্রিত জানান হয়েছে পোপ, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলকেও। পাশাপাশি বিধানসভা নির্বাচনে সাফল্যের জন্যও মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানায় রোমের ওই সংগঠন। তবে সম্মেলনে যোগ দিতে মুখ্যমন্ত্রী যাবেন কি না সেই বিষয়ে কিছু জানা যায়নি।
প্রসঙ্গত, আমন্ত্রণপত্রের শুরুতেই সামাজিক ক্ষেত্রে মমতা বন্দোপাধ্যায়ের অবদানকে সম্মান জানানো হয়েছে। এমনকী তাঁকে অভিনন্দন জানিয়েছেন রোমের কমিউনিটি অফ সান্ট’এগিডিও’র সভাপতি প্রফেসর মার্কো ইমপ্যাগলিয়াজো। এখানেই শেষ নয়। তাঁর নানা প্রকল্পের ভূয়সী প্রশংসা করা হয়েছে। চিঠিতে বাংলার মুখ্যমন্ত্রীকে তিনি লেখেন, ‘গত ১০ বছরে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে আপনার অবদানের জন্য ব্যক্তিগত অভিনন্দন।’ এই চিঠি পেয়ে মুখ্যমন্ত্রীও আপ্লুত। সামাজিক ন্যায়, বিশ্ব শান্তি, সৌভ্রাতৃত্ববোধ, দুঃস্থদের সাহায্য ও অসহায়দের হয়ে কাজ করে রোমের এই সংস্থাটি। এখানে আমন্ত্রণ পাওয়া রীতিমতো সম্মানের বিষয়।
Be the first to comment