আয়কর মামলায় জয় পেল তৃণমূল কংগ্রেস ৷ বাংলার শাসক দলের বিরুদ্ধে ঠিকমতো আয়কর রিটার্ন জমা না দেওয়ার অভিযোগে নোটিস পাঠিয়েছিল কেন্দ্রের অর্থমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন আয়কর দফতর ৷ সেই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে তৃণমূল ৷ সোমবার সেই মামলার রায় দেন বিচারপতি মহম্মদ নিজামউদ্দিন ৷ সোমবার সেই মামলার রায় তৃণমূলের পক্ষেই গিয়েছে ৷
গত ২৫ এপ্রিল আয়কর দফতরের তরফে একটি নোটিস পৌঁছয় তৃণমূল ভবনে ৷ তাতে বলা হয়, ২০১৮-১৯ অর্থবর্ষে ১ কোটি ৭১ লক্ষ ৯৫ হাজার ৯২ টাকা আয়কর রিটার্ন তারা উল্লেখ করেনি ৷ এছাড়া ১৮টি অ্যাকাউন্টের ব্যাঙ্কের নাম ও বিস্তারিত তথ্যের উল্লেখ ছিল না ৷ আয়কর দফতরের ওই নোটিসকে চ্যালেঞ্জ করে তৃণমূল৷ তারা হাইকোর্টে মামলা দায়ের করে ৷ সেই মামলাতেই এদিন বিচারপতি নিজামুদ্দিন আয়কর দফতরকে পুনরায় পর্যালোচনা করতে বলেন ৷ পাশাপাশি আয়কর দফতরের অভিযোগ সংক্রান্ত নোটিসটিও বাতিল করে দেন ৷
Be the first to comment