মঙ্গলবার ত্রিপুরায় প্রচার সারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি প্রথমে আসন্ন বিধানসভা উপনির্বাচনের প্রার্থীদের নিয়ে রোড শো করবেন। তারপরে সভা করবেন। চলতি মাসেই ত্রিপুরার চারটি বিধানসভা আসনে উপনির্বাচন রয়েছে। আর এই উপনির্বাচন থেকেই কার্যত আগামী বছরের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করতে চাইছে তৃণমূল। যে কারণেই বাকি রাজনৈতিক দলের সঙ্গে পাল্লা দিতে মঙ্গলবার থেকেই প্রচার শুরু করছে তৃণমূল।
আগরতলা, সুরমা-সহ চারটি কেন্দ্রেই প্রার্থী দিয়েছে তৃণমূল। এদিন প্রথমে প্রার্থীদের সঙ্গে নিয়েই রোড শো করবেন অভিষেক। তারপর সভা করবেন৷ এরপর আর একবার ভোট প্রচার করবেন৷ আগামিকাল রোড শো হবে, মেলার মাঠের কাছের গান্ধীঘাট থেকে শুরু হবে। এটা শেষ হবে জি বি বাজারে। এরপর জি বি বাজারেই একটা জনসভা করবেন৷ এরপর ২০ জুন আরও দুটি জনসভা করবেন অভিষেক।
তবে, শুধু অভিষেক নন। এই উপনির্বাচনে তারকা প্রচারকদের নামের তালিকাও প্রকাশ করেছে তৃণমূল। তার মধ্যে অন্যতম হলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সু্প্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যে তালিকায় শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ই নন, রয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, ত্রিপুরা তৃণমূলের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ মোট ২৭ জন স্টার ক্যাম্পেনার। তার মধ্যে অন্যতম মুখ হলেন সাংসদ মিমি চক্রবর্তী, শত্রুঘ্ন সিনহা, দেব, জুন মালিয়া, সোহম, সায়ন্তিকা-সহ একঝাঁক তারকা নেতা-নেত্রী।
Be the first to comment