দশে দশ

Spread the love
  1. মঙ্গলবার কোচবিহারে দলীয় কর্মসূচিতে যোগ দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহার শহর লাগোয়া ঘুঘুমারি কদমতলায় জনসভার আয়োজন করা হয়েছে।
  2. সিইও দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত মোট ৯৪ লক্ষ ভোটারের তথ্যে এমন নানা বিভ্রাট পাওয়া গিয়েছে। যাদের মধ্যে ৫০ লক্ষ ৯৩ হাজার ভোটারের বাবার নামে পাওয়া গিয়েছে অমিল। এককথায় ‘মিসম্যাচ’ হয়েছেন এই ৫০ লক্ষের অধিক ভোটারের বাবা।৪ লক্ষ ৭৪ হাজার ভোটারের সঙ্গে বাবা-মায়ের বয়সের ফারাক মাত্র ১৫ বছর। একই ভাবে বাবা-মায়ের বয়সের সঙ্গে ৫০ বছরের বেশি ফারাক রয়েছে ৭ লক্ষ ৮৫ হাজার ভোটারের।
  3. সকাল আটটা নাগাদ তপসিয়া মোড়ের কাছে উল্টে যায় যাত্রীবোঝাই সরকারি বাস। জখম কমপক্ষে ১২। পুলিশ এসে সকলকে উদ্ধার করে ক্যালকাটা ন্যাশানাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছে।
  4. মাঘ মেলা উপলক্ষে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পুণ্যার্থীদের জনজোয়ার। মঙ্গলবার ভোর থেকেই গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানের জন্য ভিড় জমিয়েছেন লক্ষ লক্ষ মানুষ।
  5. মঙ্গলবার সাতসকালে বিঘ্ন কলকাতা মেট্রো পরিষেবায়। বিদ্যুৎ বিভ্রাটের কারণে নেতাজি ভবন ও রবীন্দ্র সদন স্টেশনের মাঝখানে একটি ট্রেন দাঁড়িয়ে পড়ে। যাত্রীদের নেতাজি ভবন স্টেশনে নিরাপদে নামিয়ে আনা হয়।
  6. বাংলায় দুজনের নিপা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। তাঁরা জানিয়েছেন, উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই স্বাস্থ্যকর্মী নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
  7. রাজ্যজুড়ে অব্যাহত শীতের দাপট। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত ঠান্ডার হাত থেকে রেহাই পাওয়ার কোনও সম্ভাবনা নেই।
  8. বাংলাদেশে একের পর এক হিন্দু-খুনের ঘটনা। এবার মৃত্যু হল সমীর দাস নামে এক যুবকের। পেশায় অটো চালক সমীর দাসকে খুন করে তাঁর অটো দুষ্কৃতীরা পালিয়ে গিয়েছে বলে অভিযোগ।
  9. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনেজ়ুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করলেন।
  10. উত্তর-পশ্চিম পাকিস্তানের পাখতুনখাওয়া প্রদেশের টঙ্ক জেলায় বোমা বিস্ফোরণে এক অফিসার-সহ ছয় পুলিশ কর্মী নিহত হয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*