বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশ রক্ষায় অভিনব পরিকল্পনা নিলো নবান্ন

Spread the love

মঙ্গলবার নবান্নে বিদ্যুৎ ও সেচ দফতরের বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই পরিকল্পনা নেওয়া হয়েছে, সপ্তাহে এক দিন রাজ্যবাসীকে আধ ঘণ্টার জন্য বিদ্যুৎ বন্ধ রাখার আবেদন জানাবে সরকার। কোন জেলায়, কী বার, কোন সময়ে এই বিদ্যুৎ বন্ধ হবে, তা পরে ঠিক করা হবে। সরকার আপাতত মনে করছে, আধ ঘণ্টা করে প্রতি সপ্তাহে বিদ্যুৎ বন্ধ হলে, একদিকে যেমন বিদ্যুৎ ও কয়লা সাশ্রয় হবে, তেমনই তা পরিবেশ রক্ষাতেও সহায়ক হবে। পাশাপাশি সরকারি অফিস থেকে মন্ত্রীদের দফতরগুলিতেও সপ্তাহে এক ঘণ্টা করে বিদ্যুৎ বন্ধ রাখার আবেদন জানিয়েছে নবান্ন।

মঙ্গলবার বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং পরিবহন ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেন, এটা বাধ্যতামূলক নয়। তবে সরকারের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচার চালানো হবে জেলায় জেলায়।

কী বললেন শুভেন্দু অধিকারী? শুনুন!

শোভনদেব চট্টোপাধ্যায় জানান, সামনেই বর্ষার মরসুম। সেচ ও বিদ্যুৎ দফতরের প্রস্তুতি নিয়েও এই বৈঠকে আলোচনা হয়েছে।

কী বললেন শোভনদেব চট্টোপাধ্যায়? শুনুন!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*