বৃহস্পতিবার থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা দক্ষিনবঙ্গে

Spread the love

অবশেষে স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর ৷ এবার দক্ষিণবঙ্গের জন্য সুখবর ৷ অবশেষে প্রবল বৃষ্টি নামতে চলেছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকেই দক্ষিণে আবহাওয়ায় বদল ঘটতে চলেছে ৷ হাওয়া অফিস জানিয়েছে, ২৭-২৮ জুন দঃবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, ২৯ জুন থেকে দক্ষিনবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে ৷ ৩০ জুন-২ জুলাই দঃবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ভারী বৃষ্টি হতে পারে কলকাতাতেও ৷ তবে বুধবার দক্ষিনবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে ৷ অন্যদিকে, বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরের ৫ জেলায় আজ অতিভারী বৃষ্টির সম্ভাবনা৷

আবহাওয়া দফতর জানিয়েছে, ২৮ জুন পর্যন্ত উত্তরে ভারী বৃষ্টি চলবে ৷ প্রবল বৃষ্টিতে পাহাড়ি রাস্তায় ধস নামার আশঙ্কা ৷ বেশি বৃষ্টি হতে পারে কোচবিহার,আলিপুরদুয়ারে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*