মাসানুর রহমান,
অসমে জাতীয় নাগরিকপঞ্জীর খসড়া (এনআরসি) থেকে আরও লক্ষাধিক মানুষের নাম বাদ গেল। গত বছরের ৩০ জুলাই যে খসড়া এনআরসি প্রকাশিত হয়েছিল, তাতে এঁদের নাম অন্তর্ভুক্ত হলেও পরে এঁরা নাগরিকত্বের যোগ্য নন বলে দেখা গিয়েছে। আজই এই অতিরিক্ত ১ লক্ষ ২ হাজার ৪৬২ জনের নাম ছেঁটে তৈরি একটি তালিকা বের করা হয়েছে।
প্রসঙ্গত এনআরসি প্রক্রিয়া নিয়ে জোর বিতর্ক চলছে দীর্ঘদিন ধরেই। বিজেপির দাবি, অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বের করে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। অন্যদিকে অবৈধ অনুপ্রবেশকারী বিতাড়নের নামে ধর্মের ভিত্তিতে সংখ্যালঘুদেরই নিশানা করা হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের।
Be the first to comment