আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২০ হাজার রান সম্পূর্ণ করলেন ভারত অধিনায়ক

Spread the love

বুধবার ম্যাঞ্চেস্টারেও রেকর্ড গড়তে সফল বিরাট কোহলি ৷ এদিন হাফ-সেঞ্চুরি করার সঙ্গে সঙ্গেই টেস্ট, ওয়ান ডে এবং টি২০ মিলিয়ে ২০ হাজার রান সম্পূর্ণ করলেন ভারত অধিনায়ক ৷ আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুতততম ২০ হাজার রান করার নজির গড়লেন তিনি ৷ ছাপিয়ে গেলেন দুই কিংবদন্তী সচিন তেন্ডুলকর এবং ব্রায়ান লারাকেও ৷ ভারতের হয়ে বিরাটের অভিষেক ঘটেছিল ২০১০ সালে ৷ ৯ বছরের মধ্যেই এই রেকর্ড গড়তে সফল বিরাট ৷ ওয়ান ডে-তে দ্রুততম ১১ হাজার রান রয়েছে কোহলির দখলে ৷ ৭৭ টেস্টে রান ৬৬১৩ ৷

পাশাপাশি ৬৭টি টি২০ ম্যাচ খেলে এখনও পর্যন্ত ২২৬৩ রান করেছেন কোহলি ৷ আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রান সম্পূর্ণ করতে বিরাটের লেগেছে ৪১৬টি ইনিংস ৷ যার মধ্যে ১৩১টি টেস্টে, ২২৩টি ওয়ান ডে এবং ৬২টি টি টোয়েন্টি ইনিংস ৷ বিশ্বের দ্বাদশ ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়লেন বিরাট ৷ ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সচিন এবং রাহুল দ্রাবিড়ের পরেই তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এই নজির গড়লেন কোহলি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*