মাসানুর রহমান,
জিডি বিড়লার দশম শ্রেণির ছাত্রী কৃত্তিকা পালের অস্বাভাবিক মৃত্যু নিয়ে গত সোমবার মামলা দায়ের হয়েছিল। মামলার শুনানির দিনে নতুন করে মোড় নিল এই কান্ড। এই মামলায় কৃত্তিকা পালের মা-বাবাকে নোটিস পাঠাল কলকাতা হাইকোর্ট। নোটিস পাঠানো হয়েছে স্কুলের সেক্রেটারি এবং প্রিন্সিপালকেও।
এদিন বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায় জিডি বিড়লার ঘটনা নিয়ে বৃহস্পতিবার মন্তব্য করেন, “বারবার একই জিনিস চলতে পারেনা।” ২০১৭ সালের ডিসেম্বরে নার্সারির ছাত্রীকে যৌন নিগ্রহের ঘটনার পরে নিরাপত্তা সংক্রান্ত কী কী পদক্ষেপ রাজ্য নিয়েছে এবং কৃত্তিকা পালের মৃত্যুর পরে তদন্ত কোন পর্যায়ে আছে, এ ব্যাপারে রাজ্য সরকারকে দুটি পৃথক হলফনামা জমা দিতে বলেছে আদালত।
এছাড়া, স্কুলগুলির শৌচালয়ের পর্যবেক্ষণ ও নিরাপত্তা সুনিশ্চত করতে রাজ্যকে একাধিক পরামর্শ দিয়েছে কোর্ট। শুধু তাই কলকাতার বৃহত্তর স্কুলগুলোর খুটিনাটি বিষয়েও জানতে চাওয়া হয়েছে।
Be the first to comment