রোজদিন ডেস্ক : বছর শেষে টলিউডে গভীর শোকের ছায়া ফেলে চলে গেলেন অভিনেত্রী শ্রাবণী বণিক।
আলো, চাঁদের বাড়ি ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছিল। লালকুঠি, রাঙা বউ, সোহাগ চাঁদ ইত্যাদি জনপ্রিয় ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রীর অকাল প্রয়াণে শোকাহত সব মহল।
ফুসফুসের কর্কট রোগে আক্রান্ত শ্রাবণী বণিকের চিকিৎসায় সহায়তার জন্য সমাজমাধ্যমে আবেদন করেছিলেন তাঁর পুত্র অচ্যুত আদর্শ। মারণ রোগে আক্রান্ত হয়েও মনের জোর হারাননি তিনি। সাহসের সঙ্গে লড়াই করছিলেন, কিন্তু শেষ রক্ষা হল না। অভিনয় জগতের আলোর বৃত্ত ছেড়ে পাড়ি দিলেন না ফেরার দেশে।

Be the first to comment