আজকের রাশিফল (২৩.০১.১৮)

Spread the love

জ্যোতিষাচার্য্য:- শঙ্খশিস সরকার (Sankhasis Sarkar)

মেষ – লটারীতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা। শেয়ারে আর্থিক লাভের সম্ভাবনা।

বৃষ – বন্ধুদের সাথে হঠাৎ নিকট ভ্রমন। সাহিত্য চর্চায় আনন্দ লাভ।

মিথুন – কর্মক্ষেত্রে ঝামেলা এড়িয়ে চলুন। ষড়যন্ত্রের শিকার হতে পারেন।

কর্কট – গৃহে কোন শুভ অনুষ্ঠান। দাম্পত্য সুখ বৃদ্ধি।

সিংহ – অংশীদারী ব্যবসায়ে সফলতা। লৌহ ব্যবসায়ীদের জন্য শুভ দিন।

কন্যা – বেসরকারী কর্মীদের জন্যে একটি শুভদিন। মূল্যবান দ্রব্য লাভ।

তুলা – দূরভ্রমনে বিপ্ততি। সাবধানে চলাফেরা করা উচিৎ।

বৃশ্চিক – ব্যবসায়ে অর্থবিনয়োগ না করা ভালো।

ধনু – ছাত্র-ছাত্রীদের জন্যে শুভ খবর। ভোগ বিলাস।

মকর – ব্যর্থ ভ্রমন। পিত্তঘটিত রোগে শারীরিক কষ্ট।

কুম্ভ – বিশেষ ইচ্ছাপূরনের সম্ভবনা। গৃহে আনন্দময় পরিবেশ।

মীন – চোট আঘাতের আশংকা। কোন বন্ধু কর্তৃক মানসিক ক্লেশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*