রাহুল গান্ধীকে গালিগালাজের জের, শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের

Spread the love

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী দ্বিতীয় দফায় ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছেন। এই নিয়ে কুরুচিকর মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তাই অশ্লীল কথা বলে আক্রমণ করার জন্য নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাহুল গান্ধীকে ‘‌গ**’‌ বলে আক্রমণ করার জেরে রায়গঞ্জ থানায় এফআইআর দায়ের করা হয়েছে। আজ, সোমবার এই উপলক্ষ্যে থানায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব। শুধু রায়গঞ্জ থানায় নয়, কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যজুড়ে প্রতিবাদের কর্মসূচি নেওয়া হয়েছে। রাজনীতি করতে এসে শিষ্ঠাচার ভুলে কুকথার প্রচলন শুরু হয়েছে বলে কংগ্রেসের পক্ষ থেকে এই পদক্ষেপ করা হয়েছে।

এদিকে এই ঘটনার প্রতিবাদে কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। এমনকী একই সঙ্গে এক ভিডিয়ো বার্তায় শুভেন্দুর শিক্ষা আর রুচি নিয়ে বাংলার মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রদেশ কংগ্রেসের অন্যতম সম্পাদক সুমন রায়চৌধুরী। এই ঘটনার প্রতিবাদ করেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, বীরবাহা হাঁসদা, অরূপ বিশ্বাস, সায়নী ঘোষ এবং কুণাল ঘোষ। টুইট করে শুভেন্দু অধিকারীকে ধুয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা–মন্ত্রীরা।

অন্যদিকে বাংলায় ন্যায় যাত্রা করতে এসে রাহুল গান্ধী কিন্তু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটাও খারাপ কথা বলেননি। শুধু তাই নয়, বিজেপির নাম না করে মন্তব্য করেছেন ওয়াইনাড়ের সাংসদ। সেখানে রাহুল গান্ধীকে এমন কুৎসিত গালাগালি দেওয়া বেনজির। এই গোটা বিষয়টি নিয়ে কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরীর অভিযোগ, ‘‌শুভেন্দু যে ভাষায় রাহুল গান্ধী সম্পর্কে মন্তব্য করেছেন সেটা কোনও সুস্থ সমাজের মানুষের মুখে মানায় না। তাই সর্বস্তরের মানুষের উচিত শুভেন্দু অধিকারীকে বয়কট করা।’‌ রবিবার রাহুল গান্ধী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ ওঠে বিরোধী দলনেতার বিরুদ্ধে। রবিবার নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে এমন গালিগালাজ করেন তিনি

শুভেন্দু অধিকারীর এই গালিগালাজের প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। টুইট করে কুণাল ঘোষ লিখেছেন, ‘‌এটা ভাষা? রাহুল গান্ধীকে কী ভাষায় আক্রমণ করছেন গদ্দার? রাজনীতিতে এই ধরণের অসভ্যতা, অপসংস্কৃতি বন্ধ হোক। রাজ্য কংগ্রেস নেতারা বিজেপির দালালি করতে গিয়ে আর কত নিচে নামবেন যে এটাও হজম করছেন? শুভেন্দুর কুৎসিত রাজনীতি বেআব্রু হয়ে পড়ছে। এই অসুস্থ ভাষার তীব্র প্রতিবাদ করছি।’‌ শুভেন্দুর কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। তবে সোশ্যাল মাধ্যমে ভাইরাল শুভেন্দুর ওই গালাগালির ভিডিয়ো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*