রোজদিন ডেস্ক :- শনিবার রাতভোরে বীভৎস আগুন লাগলো বারাণসী ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে। শনিবার রাত ৩টে নাগাদ আগুন লাগে। বারাণসীর ক্যান্টনমেন্ট স্টেশনে।উত্তর প্রদেশের অন্যতম জনবহুল স্টেশন এটি। কমপক্ষে ২০০টি বাইক পুড়ে গিয়েছে বলেই জানা গিয়েছে। তবে কোনও মানুষের হতাহতের খবর নেই।
প্রায় দুই ঘণ্টা ধরে দাউদাউ করে জ্বলছিল বারাণসী রেলস্টেশনের বাইরের অংশ। স্টেশনের পার্কিংয়ে আগুন লেগে যায়। মূলত রেলওয়ে কর্মীদের বাইক রাখা ছিল ওখানে। একের পর এক বাইকে আগুন জ্বলতে শুরু করে। পুড়ে যায় কমপক্ষে ২০০ বাইক।
প্রায় ২ঘন্টা ধরে দাউ দাউ করে জ্বলতে থাকে এই আগুন, ঘটনাস্থলে দমকলের ১২ টি ইঞ্জিন এসে দীর্ঘ প্রচেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে সব শেষ।
আগুন লাগার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা না গেলেও, প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। পাশেই রাখা বাইকের পেট্রোল ট্যাঙ্কে বিস্ফোরণ থেকে পরপর দাঁড়িয়ে থাকা বাকি বাইকেও আগুন লেগে যায়।
Be the first to comment