বনি সিংহ : পূণ্যস্নানের জন্য গঙ্গাসাগর মেলা উপলক্ষে গঙ্গাসাগরে প্রতি বছর পশ্চিমবঙ্গ ছাড়া গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা, রাজস্থান এবং পাঞ্জাব সহ বিভিন্ন রাজ্য থেকে লক্ষ লক্ষ মানুষের জনসমাগম হয়। এবিষয়ে এবছর ভারত সেবাশ্রম সঙ্ঘ তীর্থযাত্রীদের জন্য কি কি পরিষেবা দিতে চলেছেন সে বিষয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘে।
এদিন সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দজী মহারাজ বলেন, ইতিমধ্যেই আমাদের স্বেচ্ছাসেবকরা সাগরে পৌঁছাতে শুরু করে দিয়েছেন। সাগরে পূণ্যস্নান চলাকালীন যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সেজন্য এবার ১৫০০ এর বেশি প্রশিক্ষণপ্রাপ্ত সাঁতারু ও স্বেচ্ছাসেবক নিয়োগ করছে ভারত সেবাশ্রম সংঘ।কেউ ডুবে গেলে তুলে দ্রুত ব্যবস্থা নেবে। এছাড়া তিনি বলেন এবছর তীর্থযাত্রীদের জন্য প্রায় ৫০০০ এর বেশি রাত্রিবাসের ছাউনি এবং ২০০টির মতো শৌচাগার ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হচ্ছে। প্রতিদিন প্রায় দশ হাজারের বেশি মানুষকে বিনামূল্যে রান্না করা খাবার পরিবেশন করা হবে এবং প্রয়োজনে কাউকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য থাকছে এ্যাম্বুলেন্সের ব্যবস্থা।

Be the first to comment