রোজদিন ডেস্ক : পুজোয় বেশির ভাগ মানুষের ছুটি। কিন্ত অসুখ তো ছুটি মানে না। বিশেষত গরিব মানুষের তা লেগেই থাকে৷ এর ওপর প্রাক পুজোর রেকর্ড বৃষ্টিতে প্রান্তিক মানুষ বিপর্যস্ত। এই অসময়ে তাঁদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সহযোগিতার হাত বাড়াচ্ছে স্টুডেন্টস হেলথ হোম (SHH)। ২৭ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর অবধি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিসেবা দেবে এই দীর্ঘ ঐতিহ্যবাহী সংস্থা। তাঁদের পক্ষে চিকিৎসক পবিত্র গোস্বামী জানান, সম্প্রতি রেকর্ড বৃষ্টিতে কলকাতার সার্বিক জন জীবন চরম বিপর্যস্ত। বিশেষত গরিব মানুষের দুর্গতি সীমাহীন। সীমিত সামর্থ্যে এই সব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে তাঁদের এই উদ্যোগ।
প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বর্হিবিভাগে এই পরিসেবা মিলবে। সুত্রের খবর, তবে অষ্টমী ও নবমীতে বেশির ভাগ চিকিৎসক ছুটিতে থাকার সম্ভাবনা। বাকি দিনগুলিতে শতাব্দী মিত্র, কৃষ্ণেন্দু রায়, বুদ্ধদেব ভট্টাচার্য, হিমালয়া দত্ত, বিধান মহন্তি, ইন্দ্রাণী দাস, সঞ্জীব মিত্র প্রমুখ চিকিৎসকরা উপস্থিত থেকে রোগী দেখবেন।
শারদোৎসবের সময় প্রতি বারই হাসপাতালের চিকিৎসা পরিসেবা পেতে সাধারণ মানুষ সমস্যায় পড়েন। এবার পরিস্থিতি আরও চিন্তার। এই সব বিশিষ্ট চিকিৎসকরা নিজের ইচ্ছায় আমজনতার সেবায় বিনামূল্যে পরিসেবা দেওয়ায় অনেকে উপকৃত হবেন বলে স্টুডেন্ট হেলথ হোম কর্তৃপক্ষের আশা।

Be the first to comment