রোজদিন ডেস্ক : তামিলনাড়ুর (Tamilnadu) কারুরে নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৩৯ হোল। মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ এই রাজ্য, দেশও। উৎসবের মরসুমে এই ঘটনা আমজনতার আনন্দ ম্লান করে দিয়েছে। এখন অবধি পাওয়া খবরে প্রকাশ, নিহতদের মধ্যে ১৬ জন মহিলা ও ১০ জন শিশু। জনপ্রিয় অভিনেতা তথা রাজনীতির অঙ্গনে পা রাখা বিজয়কে দেখতেই এত ভিড় হয়েছিল। সকাল থেকে অগণিত জনতা তাঁকে দেখতে ভিড় জমান। প্রবল রোদের তাপে অনেকে অসুস্থ বোধ করলেও ভিড়ের চাপে বেরোতে পারছিলেন না। ক্রমশ দমবন্ধ কর পরিস্থিতি শুরু হয়।
তামিলনাড়ুর ডি জি পি জি ভেংকটরামন আজ জানান, টি ভি পি গতকাল সমাজ মাধ্যমে জানায়, দুপুর ১২টা নাগাদ বিজয় প্রচার সভায় আসবেন। প্রিয় নায়ককে চোখে দেখতে আমজনতা তড়িঘড়ি সেখানে যান। শিশু সহ মহিলাদের উপস্থিতি র হার ছিল চোখে পড়ার মত।
ডি জি পি জানিয়েছেন, এই সভার জন্য টি ভি কে দুপুর ৩ টে থেকে রাত ১০টা অবধি অনুমতি নিয়েছিল। দলের পক্ষে দুপুর ১২ টায় বিজয় আসার কথা বলা হলে ও তিনি সন্ধ্যা ৭ টা ৪০ মিনিট নাগাদ আসে। তাঁকে দেখে জনতার উন্মাদনা তুঙ্গে ওঠে। পুলিশ বিজয়কে সভাস্থল অবধি পৌঁছে দেয়। টি ভি কে এই সমাবেশে ১০ হাজার মত মানুষের উপস্থিতি র কথা বলেছিল। বাস্তবে এর প্রায় তিন গুণ মানুষ জড়ো হন। পুলিশ কর্তার দাবি, দ্বিগুণ মানুষ আসার কথা মাথায় রেখে তাঁরা ৫০০ পুলিশ কর্মী মোতায়েন করেছিলেন।
এস আই পদ মর্যাদার পুলিশ ও ওখানে ছিলেন। দুপুর থেকে জড়ো হওয়া এই সভাস্থলে পর্যাপ্ত খাবার, পানীয়ের অভাব ছিল। লাগামছাড়া ভিড় সামলাতে হিমসিম খায় পুলিশ। প্রচন্ড গরম ভিড়ের চাপে পদপিষ্ট হন বহু মানুষ।
রাজ্য সরকার এই মর্মান্তিক, দুর্ভাগাজনক ঘটনা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে।
ডি জি পি জি ভেংকটরামন জানান,এখন ঘটনা স্থলে এ ডি জি পি, ৩ জন আই জি পি, ২ জন ডি আই জি, ১০ জন এস পি ও ২০০০ পুলিশ কর্মী আছেন।
গতকাল এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়া মাত্র রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী, জাতীয় কংগ্রেস নেতারা, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সহ বহু মানুষ গভীর শোক ব্যক্ত করেন।
রাজ্য সরকার নিহতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। সুত্রের খবর, কারুরে এখন শুধু হাহাকার। বহু মানুষ তাঁদের প্রিয় জনকে হারিয়ে দিশাহারা। চলছে পারস্পরিক দোষারোপের পালাও৷শিশু নারী সহ ৪০ জনের বেশি আহতদের চিকিৎসা চলছে।

Be the first to comment