রোজদিন ডেস্ক : ঋণের দায়ে জর্জরিত হয়ে আত্মঘাতী হলেন সিঙ্গুরের কাঁঠালিয়া গ্রামের কল্যাণী সাঁতরা (৪৭)। এমনই জানিয়েছেন তাঁর পরিবার। স্বামীহীন মহিলা আগে একশো দিনের কাজ করতেন। কয়েক বছর ধরে তা বন্ধ। ছেলেও সামান্য কাজ করেন। সংসার চালাতে জেরবার মহিলা বিভিন্ন ক্ষুদ্র ঋণ দানকারী সংস্থার থেকে তিন লক্ষ টাকা ঋণ নিয়ে শোধ দিতে পারছিলেন না। তীব্র হতাশা, দুঃখ, কষ্টে রবিবার তিনি ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
স্থানীয় সূত্রের খবর, গ্রামের বেশ কয়েকটি পরিবারই অর্থ কষ্টে পড়ে মাইক্রোফিনান্সের থেকে ঋণ নেন। বছর চার আগে ওই এলাকার এক ব্যক্তি ও ঋণের দায়ে জর্জরিত হয়ে আত্মঘাতী হয়েছিলেন। ঋণের কিস্তি পরিশোধ করতে না পারলে নানাভাবে তা আদায় করা হয়। অনেকে এর ফাঁদে পড়ে সর্বস্বান্তও হয়েছেন। এই ঋণ বন্ধ করার জন্য তাঁরা দাবি জানান।

Be the first to comment