১০টা

Spread the love
  1. সকালে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েই দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয়েছে বলে খবর।
  2. জম্মু পুলিশের আইজি এক্স-পোস্টে জানিয়েছেন, কাঠুয়ায় নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়েছে। কাঠুয়ার কামাধ নালার কাছে শুরু হয়েছে এনকাউন্টার, অপারেশনে রয়েছে স্পেশাল অপারেশন গ্রুপ।
  3. মসজিদের পাশে বেআইনি নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা। দিল্লির তুর্কমান গেটের কাছে এই সরকারি অভিযানকে ঘিরে ছড়ায় উত্তেজনা। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ। আহত পাঁচ পুলিশ কর্মী। ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করল পুলিশ।
  4. বুধবার সন্ধ্যায় ভয়ঙ্কর দুর্ঘটনা নদিয়ার ধুবুলিয়ায় ১২ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনায় এক শিশু-সহ তিন জনের মৃত্যু। মৃতেরা হলেন রোজিনা খাতুন (২৫), রাশিদ শেখ (৬), আরও এক নিহতের নাম জানা যায়নি। ছয় জন যাত্রী আহত হয়েছেন বলে খবর।
  5. স্বাস্থ্য ভবনে আশাকর্মীদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। পশ্চিমবঙ্গ পুর স্বাস্থ্য কর্মী কনট্র্যাক্টচুয়াল ইউনিয়নের ডাকে স্বাস্থ্য ভবন ঘেরাও ও ডেপুটেশন কর্মসূচিতে উত্তেজনা।
  6. বুধবার সন্ধ্যায় নোনাডাঙার মাতঙ্গিনী কলোনিতে আগুন লাগে। আগুনের গ্রাসে গিয়েছে একাধিক ঝুপড়ি ও বাড়ি।
  7. ভেনেজ়ুয়েলার জ্বালানি রপ্তানির উপরে আমেরিকার নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে যাওয়া এক রুশ পতাকাবাহী তেলের ট্যাঙ্কারকে আটকানোর চেষ্টা আমেরিকান সামরিক বাহিনীর।
  8. বুধবার বেঙ্গালুরুর একটি বিল্ডিংয়ের ১৬ তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হল ২৬ বছরের সেই যুবকের। সংবাদ সংস্থা সূত্রের খবর মৃতের নাম নিক্ষপ।
  9. ফের হাতির হামলায় মৃত্যু  মেদিনীপুর বনবিভাগের নয়াবসত রেঞ্জের অধীন গোয়ালতোড় থানার ওকলা গ্রামে। মৃত বৃদ্ধার নাম মালতী মান্ডি (৭৫)।
  10. মঙ্গলবারই কমিশন জানিয়েছিল, নোবলজয়ী অমর্ত্য সেনকে শুনানিতে আসতে হবে না। বিএলও বাড়ি গিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সারবেন। সেই মতোই এ দিন কমিশনের আধিকারিকদের সঙ্গে প্রতীচী ভবনে পৌঁছন বিএলও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*