- চীনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক। ২৫তম এস সি ও সামিট।
- চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর অত্যন্ত সদর্থক আলোচনা। কৈলাস মানস সরোবর যাত্রা আবার শুরু হয়েছে। এবারে চীন থেকে ভারতে ডাইরেক্ট ফ্লাইট আবার শুরু হবে। দুই দেশের মধ্যে সীমান্ত সুরক্ষা, বাণিজ্য ইত্যাদি বহুমুখী বিষয়ে আলোচনা হয়েছে ।অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ আলোচনা। এককথায় বলা যায় ড্রাগন ও হাতি কাছাকাছি এসেছে।
- প্রধানমন্ত্রী বললেন আমার দেশ বদলাচ্ছে। পুলওয়ামা স্টেডিয়ামে প্রথম দিনরাত্রি ক্রিকেট ম্যাচ হচ্ছে। দেখার মতো দৃশ্য। উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। মান কি বাত অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী মোদি।
- জম্মু-কাশ্মীরে শুধু যে ক্রিকেট ম্যাচ হচ্ছে তাই নয় ডাল লেকে হচ্ছে ওয়াটার স্পোর্টস। ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস কম্পিটিশন। খেলো ইন্ডিয়া পর্যায়ে পুরো ভারতে ৪০০-র বেশি অ্যাথলিট যোগদান করেছেন তার মধ্যে মহিলা আছেন।
- আবারো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভোকাল ফল লোকাল-এর দিকে জোর দিলেন। বললেন গর্ব করে বল এটা স্বদেশী গর্ব করে বল এটা স্বদেশী গর্ব করে বল এটা স্বদেশী। একমন্ত্র হোক ভোকাল ফল লোকাল, এক রাস্তা আত্মনির্ভর ভারত, এক লক্ষ বিকশিত ভারত।
- রাহুল গান্ধীর নেতৃত্বে ভোটার অধিকার যাত্রা শেষ পর্যায়ে, রাহুল বললেন বিহার তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে ভালোবাসি হৃদয় থেকে।
- শিলিগুড়ির টাউন রেলস্টেশনকে হেরিটেজ স্টেশন ঘোষণা করার দাবি বিধায়ক শংকর ঘোষের। এ বিষয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে অনুরোধ করেছেন তিনি। বিষয়টি খতিয়ে দেখা হবে, আশ্বাস রেলমন্ত্রীর।
- জম্মু ও কাশ্মীরে জল যন্ত্রণা আরও প্রকট। প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং উধমপুরে পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন।
- বৈষ্ণোদেবী যাওয়ার পথে প্রাকৃতিক বিপর্যয় তীর্থযাত্রীদের মৃত্যুতে আপাতত বন্ধ মন্দির। তবে আশার কথা শীঘ্রই খোলা হবে বৈষ্ণোদেবী যাত্রাপথ।
- উপত্যকায় বানিনালায় জম্মু শ্রীনগর ন্যাশনাল হাইওয়ে খুলল।
- হামাস মোহাম্মদ সিনোয়ারের মৃত্যু নিশ্চিত করল।
- দিল্লির ধ্যানচাঁদ স্টেডিয়ামে সানডে সাইক্লিং হল। পরিবেশবান্ধব শারীরিক কসরতে সাইকেল এর থেকে ভালো আর কিছু হয় না। এখানে উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী মানসুখ মান্ডব্য
- আগামীকাল এস এস সি ভবন অভিযানের ডাক চাকরিহারাদের
- আগামীকাল হাইকোর্টে যাচ্ছেন দাগি শিক্ষকদের একাংশ
- নিয়োগ দুর্নীতি মামলায় মিডলম্যান জীবনকৃষ্ণ

Be the first to comment