আজ ৮ বছর পূর্ণ মোদী সরকারের। এই উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে বিজেপি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সরকারের ৮ বছরের শাসন নিয়ে সাংবাদিক বৈঠক করবেন।
এই ৮ বছরে সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরতে প্রকাশ করা হবে পুস্তিকা। পাশাপাশি, ৮ বছর পূর্তি উদযাপনে আগামী ১ থেকে ১৫ জুন, দেশজুড়ে ১৫ দিনের কর্মসূচির ঘোষণাও করবে বিজেপি। দ্বিতীয়বার লোকসভা নির্বাচনে জয়ের পর ২০১৯-এর ৩০ মে প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী।
উত্তরপ্রদেশে এই পরিপ্রেক্ষিতে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। নাম দেওয়া হয়েছে, “সেবা, সুশাসন এবং দরিদ্রদের কল্যাণ”। পরিকল্পনার বিশদে ইউপি বিজেপির সাধারণ সম্পাদক সুনীল বনসাল বলেছেন, “রিপোর্ট টু নেশন- প্রচারাভিযানের অধীনে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্য ইউনিটের সভাপতি স্বতন্ত্র দেব সিং, উপ-মুখ্যমন্ত্রী কেশব মৌর্য এবং ব্রজেশ পাঠ, সরকারের কৃতিত্বের বিষয়ে কথা বলবেন।”
Be the first to comment