লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের জবাবি ভাষণে কংগ্রেসকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার প্রধানমন্ত্রীর ভাষণের সময় সংসদে লাগাতার স্লোগান দিতে থাকেন কংগ্রেস সাংসদরা। এদিন প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতা দখলের তাড়াহুড়োয় দেশভাগ করেছে কংগ্রেস। লোকসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী বলেন, নেহেরু ভারতকে গণতন্ত্র দিয়েছেন এই তথ্য ঠিক নয়। দীর্ঘদিন ধরেই গণতন্ত্র এই সভ্যতার আবিচ্ছেদ্য অঙ্গ ছিল। এদিন অন্ধ্রপ্রদেশের শাসকদল তেলুগু দেশম পার্টির প্রশংসায় পঞ্চমুখ হন প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি, এদিন রাহুল গান্ধীর কংগ্রেস সভাপতি পদে বসা নিয়েও প্রশ্ন তোলেন নমো।
আর এদিন মোদীর বক্তব্যের সময় কংগ্রেস সাংসদরা লাগাতার বলতে থাকে ডায়লগবাজি বন্ধ করুন। বক্তব্যের বিরোধিতা করে লোকসভায় বিরোধী বেঞ্চ থেকে ভেসে আসে আওয়াজ, ১৫ লক্ষ টাকার কী হল?
আর ভাষণের পর প্রধানমন্ত্রীকে পাল্টা দিলেন রাহুল গান্ধীও। জবাবে কংগ্রেস সভাপতির বক্তব্য, সংসদে অভিযোগ না করে কর্মসংস্থান, কৃষক সমস্যা ও রাফালে যুদ্ধবিমান ডিল নিয়ে দেশ যেসব প্রশ্ন তুলছে, উনি সেগুলির জবাব দিন। কংগ্রেস সভাপতি প্রধানমন্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আরও বলেন, মনে হয় উনি এটা ভুলে গিয়েছেন যে, উনি বিরোধী নেতা নন, প্রধানমন্ত্রী।
রাহুলের মন্তব্য, প্রধানমন্ত্রীকে দেশ প্রশ্ন করছে। কিন্তু উনি জবাব দিচ্ছেন না কেন?
পাশাপাশি, রাহুলের বক্তব্য, প্রধানমন্ত্রী জনসভায় কংগ্রেসের বিরুদ্ধে যত ইচ্ছা বলতে পারেন, কিন্তু সংসদে নয়, সেখানে তাঁর দেশের মানুষের তোলা প্রশ্নের উত্তর দেওয়া প্রয়োজন। উনি কংগ্রেস সম্পর্কে সঠিক ভাবেই বলতে পারেন, তবে তার জায়গা এটা নয়।
Be the first to comment