দিদি ছবি আঁকেন, বাংলায় তা কারও অজানা নয়! সেই ছবি বিক্রি করে তিনি যে তৃণমূলের খরচ চালান সে কথা মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই জানিয়েছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা সেই ছবি বিক্রির ঘটনা নিয়ে দেখা দিয়েছে বিস্তর সমস্যা। পরিস্থিতি যখন এমনই তখন শুক্রবার ইন্ডোরে দলের বর্ধিত সাধারণ পরিষদের সভা থেকে দিদি জানিয়ে দিলেন, এ বার অনলাইনে চাঁদা তুলবে তৃণমূল কংগ্রেস। তাঁর কথায়, “সারা দেশে প্রচুর টাকা ছড়াচ্ছে বিজেপি। বাংলাতেও ছড়াচ্ছে। কিন্তু বিরোধীদের পিছনে এজেন্সি লেলিয়ে দিচ্ছে। ছবি আঁকলেও বলছে চোর, গান লিখলেও বলছে চোর!”
এর পরই দলের নেতা-কর্মীদের উদ্দেশে মমতা বলেন, “এ বার অনলাইনে চাঁদা তোলার ব্যবস্থা করতে হবে। অভিষেককে বলেছি ব্যবস্থা করতে। দশ, পঞ্চাশ, একশো, হাজার, পাঁচ হাজার যে যেমন পারবেন দলকে টাকা দেবেন। ইলেকশনটা করতে হবে তো নাকি।”
Be the first to comment