লোকসভা নির্বাচন ২০১৯, সকাল ৮টা থেকে শুরু গণনা; আপডেট পেতে চোখ রাখুন রোজদিনে

Spread the love

আজ লোকসভা নির্বাচনের ভোটগণনা৷ সারা দেশের সাথে সাথে এ রাজ্যের ৫৮ টি ভোট গণনাকেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগণনা শুরু হবে। কাউন্টিং অবজার্ভারের সংখ্যা বাড়িয়ে ১৪৪ থেকে ১৫৫ করা হয়েছে। 


৪টি গণনা হলের দায়িত্বে থাকবেন একজন অবজার্ভার ৷ আগে ইভিএম গণনা হবে ৷ তারপর মেলানো হবে ভিভিপ্যাটের স্লিপ ৷ ১টি বিধানসভার ৫টি বুথের ভিভিপ্যাট গণনা করা হবে ৷ পাশাপাশি, ১টি লোকসভার ৩৫টি ভিভিপ্যাট গোনা হবে ৷ রাজ্যে ভোটগণনায় ২৫ হাজার কর্মীকে নিয়োগ করা হয়েছে ৷

Stay on this page for LIVE update >


[5/23, 15:03] বালুরঘাটে পিছিয়ে তৃণমূল

[5/23, 15:04] ২৩ হাজারের বেশি ভোটে এগিয়ে শতাব্দী

[5/23, 15:04] প্রায় ৬০০০০ ভোটে এগিয়ে সৌমিত্র খাঁ

[5/23, 15:05] কাঁথিতে এগিয়ে তৃণমূল কংগ্রেস

[5/23, 15:05]  দমদমে এগিয়ে তৃণমূল কংগ্রেস

[5/23, 15:05] লকেট চট্টোপাধ্যায় এগিয়ে হুগলিতে

[5/23, 15:05] জলপাইগুড়িতে এগিয়ে বিজেপি

[5/23, 15:07] দেশঃ ৩৪৪ টি আসনে এগিয়ে এনডিএ জোট, ৯০টি আসনে এগিয়ে ইউপিএ, অন্যান্য ১০৮

[5/23, 15:08]  রাজ্যে এখনও পর্যন্ত ২২ টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস, বিজেপি ১৯টি আসনে এগিয়ে, কংগ্রেস ১টি আসনে

[5/23, 12:53] বাঁকুড়ায় পিছিয়ে তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়, হুগলিতে এগিয়ে লকেট চট্টোপাধ্যায়, যাদবপুরে এগিয়ে মিমি চক্রবর্তী, বারাকপুরে এগিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং, ঘাটালে এগিয়ে দেব, কোচবিহারে এগিয়ে নিশীথ প্রামানিক।

[5/23, 12:53] আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি, বনগাঁ, কোচবিহার, বিষ্ণুপুর, , আসানসোল, মালদা উত্তর, মালদা দক্ষিণ, বর্ধমান-দুর্গাপুর ও রানাঘাটে এগিয়ে বিজেপি।[5/23, 12:54]  বসিরহাট, আরামবাগ, মেদিনীপুর, বালুরঘাট, কলকাতা উত্তর ও দক্ষিণ, জয়নগর, ডায়মন্ড হারবার, শ্রীরামপুর, কাঁথি, বারাসত, বর্ধমান পূর্ব, হাওড়া, তমলুক, মথুরাপুর, মুর্শিদাবাদ, বোলপুর, বীরভূমে এগিয়ে তৃণমূল।

[5/23, 12:16] মথুরাপুর থেকে ৩৭৭৩৪ ভোটে এগিয়ে রয়েছেন চৌধুরি মোহন জাটুয়া৷

[5/23, 12:17]   ৫৯৬৮১ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় ৷
82893 ভোটে এগিয়ে। 20495 মিমি 117602 অনুপম। 80650বিকাশ

[5/23, 12:03] মেদিনীপুর কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই ৷ ১০৭৯ ভোটে এগিয়ে মানস ভুঁইয়া ৷  BJP- ১৩০৬৭৩ TMC- ১৩১৭৫২ ৷

[5/23, 12:03]  আসানসোলে জিততে চলেছে বাবুল সুপ্রিয় ৷

[5/23, 12:07]  ডায়মন্ড হারবার থেকে 55246 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়

[5/23, 12:09]  ৮৭১৯৫ ভোটে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়

[5/23, 12:16]  মথুরাপুর থেকে ৩৭৭৩৪ ভোটে এগিয়ে রয়েছেন চৌধুরি মোহন জাটুয়া ৷

[5/23, 11:29] নওদায় উপনির্বাচনে এগিয়ে তৃণমূল

[5/23, 11:30]  দার্জিলিং বিধানসভায় এগিয়ে বিজেপি

[5/23, 11:30]  কৃষ্ণনগরে এগিয়ে মহুয়া মৈত্র

[5/23, 11:30]  বর্ধমান দূর্গাপুরে এগিয়ে এস.এস আলুওয়ালিয়া

[5/23, 11:31]  কোচবিহারে এগিয়ে পরেশ অধিকারি

[5/23, 11:31]  মালদা দক্ষিণে পিছিয়ে কংগ্রেস

[5/23, 11:31]  ঘাটালে এগিয়ে দেব

[5/23, 11:38]  ৪০০০ ভোটে এগিয়ে জোর্তিময় মাহাতো

[5/23, 11:38]  রায়গঞ্জে এগিয়ে কানাইলাল আগারওয়াল

[5/23, 11:39]  ৩৬৭০ ভোটে এগিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়

[5/23, 11:40]  ৭৬০০ ভোটে পিছিয়ে রাহিল

[5/23, 11:42]  বালুরঘাটে এগিয়ে তৃণমূল কংগ্রেস

[5/23, 11:45]  দার্জিলিংয়ে এগিয়ে অমরসিং রাই

[5/23, 10:39]  বীরভূমে আবার এগিয়ে শতাব্দী রায় ৷

[5/23, 10:40]   বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আহলুয়ালিয়া

[5/23, 10:40]   ব্যারাকপুর কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী

[5/23, 10:40]  জিতব জানি, কত ভোটে জানি না, যা বললেন মুনমুন সেন

[5/23, 10:41]   ঘাটালে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী  ভারতী ঘোষ ৷

[5/23, 10:42]   মানুষ তাঁদের ভোট দিয়েছে। তাই জয় নিয়ে কোনও চিন্তা নেই। দাবি আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র।

[5/23, 10:42]   আসানসোলে ফুটবে জোড়া ফুলই। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী মেয়র জিতেন্দ্র তিওয়ারি।

[23/5 9:52am]
রাজ্যে তৃণমূল 21, বিজেপি 19, কংগ্রেস 2

বনগায় এগিয়ে শান্তনু ঠাকুর, এগিয়ে খগেন মুর্মু
৬৬৮০ ভোটে এগিয়ে সাজদা আহমেদ

রাজ্যে তৃণমূল 19, বিজেপি 17, কংগ্রেস 2

১৮ টি আসনে রাজ্যে এগিয়ে তৃণমূল কংগ্রেস, ১০টিতে এগিয়ে বিজেপি, ২টি তে এগিয়ে কংগ্রেস।

দক্ষিণ কলকাতায় এগিয়ে মালা রায়

[5/23, 09:25] মুর্শিদাবাদে এগিয়ে কংগ্রেস, হুগলিতে এগিয়ে রত্না দে নাগ, এগয়ে শিশির অধিকারী, এগিয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায়, এগিয়ে মিমি চক্রবর্তী।
[5/23, 09:28] এগিয়ে মোয়াজ্জেম হোসেন, এগিয়ে নীলাঞ্জন রায়
[5/23, 09:28] ১১ হাজার ভোটে এগিয়ে নরেন্দ্র মোদী

[5/23, 09:14] বসিরহাটে এগিয়ে নূসরাত জাহান, এগিয়ে দিব্যেন্দু অধিকারী
[5/23, 09:16] রাজ্যে তৃণমূল এগিয়ে ১৮ টি আসনে, বিজেপি ৭টি আসনে, কংগ্রেস এগিয়ে ২টি আসনে
[5/23, 09:17] রায়গঞ্জে এগিয়ে দেবশ্রী চৌধুরী, পিছিয়ে গেলেন জয়াপ্রদা
[5/23, 09:19] ৯২০ ভোটে এগিয়ে সাজদা আহমেদ

[5/23, 09:12] আসানাসোলে ৮৫০০ ভোটে। উলুবেড়িয়ায় এগিয়ে সাজদা আহমেদ।
[5/23, 09:13] কৃষ্ণনগরে কল্যান চৌবে এগিয়ে

[5/23, 09:08] রাজ্যে Tmc 7, bjp 4, cong 3

[5/23, 09:00] এগিয়ে জয়নগরের প্রতিমা মন্ডল, এগিয়ে শতাব্দী রায়, এগিয়ে সুনীল মন্ডল (বর্ধমান পূর্ব), পিছিয়ে সুব্রত মুখোপাধ্যায়।

[5/23, 09:00] আসানসোলে এগিয়ে বাবুল সুপ্রিয়

[5/23, 09:02] বারাসতে এগিয়ে টিএমসির কাকলী ঘোষদস্তিদার

[5/23, 08:39] বিজেপিকে ফেলে রাজ্যে এগিয়ে তৃণমূল, ৩টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস, ২টিতে বিজেপি, ২টিতে এগিয়ে কংগ্রেস

[5/23, 08:28] রাহুল গান্ধী এগিয়ে কেরলে

[5/23, 08:28] বীরভৃমে এগিয়ে শতাব্দী

[5/23, 08:28] বারাসাতে কাকলি ঘোষ দস্তিদার ৯০০ ভোটে এগিয়ে, ঘাটালে দেব ৪০০ ভোটে এগিয়ে।

[5/23, 08:27] দার্জিলিঙে এগিয়ে বিজেপি ১৫০০ বেশি ভোটে, আলিপুরদুয়ারে এগিয়ে বিজেপি, বহরমপুরে এগিয়ে কংগ্রেস ৫০০বেশি ভোটে, মালদা দক্ষিণে এগিয়ে কংগ্রেস, জলপাইগুড়িতে এগিয়ে তৃণমূল কংগ্রেস।

[5/23, 08:27] রাজ্যে Tmc 1, bjp 2, cong 2

[5/23, 08:25] দেশঃ ৭৬টি আসনে এগিয়ে এনডিএ জোট, ৩৩টি আসনে ইউপিএ জোট, অন্যান্য ৯টি।

[5/23, 08:19] দেশঃ ৪২ টি আসনে এগিয়ে এনডিএ জোট, ২০ টি আসনে এগিয়ে ইউপিএ জোট, ২টি অন্যান্য।

[5/23, 08:18] রাজ্যেঃ ১টি আসনে এগিয়ে তৃণমূল ২টি আসনে এগিয়ে বিজেপি। জলপাইগুড়িতে এগিয়ে তৃণমূল কংগ্রেস। আলিপুরদুয়ার ও দার্জিলিঙে এগিয়ে বিজেপি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*