CBI-র জিজ্ঞাসাবাদ থেকে রেহাই পেতে হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজীব কুমার । হাইকোর্টের বিচারপতি প্রতীক প্রকাশ ব্যানার্জির বেঞ্চে আজ আবেদন জানান তাঁর আইনজীবী । দুপুর ২টোয় মামলার শুনানি ।
সুপ্রিমকোর্ট রক্ষাকবচ তুলে নেওয়ার পর থেকেই গ্রেপ্তারি এড়াতে একাধিক আদালতে ঘুরে বেড়াচ্ছিলেন রাজীব কুমার। দিনকয়েক আগে বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করলেও তা বাতিল হয়ে যায় । এরপর, কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল হাইকোর্টে না কি আবেদন করতে পারেন রাজীব কুমার । অবশেষে আজ সকালে হাইকোর্টে রাজীব কুমারের আইনজীবী সুদীপ্ত মৈত্র বলেন, কয়েকদিন ধরেই উনি নিম্ন আদালতে ঘুরে বেড়াচ্ছেন । যদি ওর বক্তব্য শোনা হলে খুব ভালো হয় ।
এরপর, বিচারপতি বিষয়টি জানতে চান । তারপরই তিনি CBI-কে বিষয়টি ওয়াকিবহাল করানোর জন্য জানান । বেলা ২টোর সময় বিষয়টি শুনবেন বলে জানান ।
Be the first to comment