রোজদিন ডেস্ক : বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে আজ সল্টলেকের স্বাস্থ্য ভবন সংলগ্ন এলাকা আশা কর্মীদের তুমুল বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। বিক্ষুব্ধ আশা কর্মীরা পুলিশের ব্যারিকেড সরিয়ে স্বাস্থ্য ভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে তুলকালাম বাধে। পুলিশ প্রাণপণে তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করে বিফল হন। উভয় পক্ষে তুমুল বচসা, কথা কাটাকাটি, ধ্বস্তাধস্তি হয়। হাজার হাজার আশা কর্মী পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যান। তাঁদের মূল দাবি মাসে ন্যুনতম ১৫ হাজার টাকা ভাতা, কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবার পিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, বকেয়া মেটানো-সহ নিয়মিত ছুটি, কাজের ন্যায্য অধিকার নিশ্চিত করা ইত্যাদি।
তাঁদের বক্তব্য, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রসূতি মা, শিশুর দেখভাল করা, টিকাদান, স্বাস্থ্য পরীক্ষা, হাসপাতালে নিয়ে যাওয়া ইত্যাদি সবই তাঁরা করেন। সেখানে এই বাজারেও তাঁদের ভাতা খুবই কম। এই সব দাবিতে তাঁরা গত ২৩ ডিসেম্বর থেকে কর্মবিরতি পালন করলেও সরকার কোন সাড়া দেয়নি।
আশাকর্মীদের রাজ্য সংগঠনের নেত্রী ইসমাতারা খাতুন জানান, তাঁদের দাবিগুলি নিয়ে বহুবার রাজ্য সরকারকে বারবার আবেদন করেও কোন ফল না হওয়ায় তাঁরা আন্দোলনে নেমেছেন। দাবি পূরণ না হওয়া অবধি এই আন্দোলন চলবে বলে তিনি জানান।
আজ তাঁদের পক্ষে এক প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনে দাবিপত্র পেশ করেন।

Be the first to comment