বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ সহ চার রাজ্যে কংগ্রেসের সিনিয়র পর্যবেক্ষক নিয়োগ

Spread the love

রোজদিন ডেস্ক : জাতীয় কংগ্রেস নেতৃত্ব এই রাজ্য সহ ভোটমুখি চার রাজ্যে আসন্ন বিধান সভা নির্বাচনে এআইসিসি-র সিনিয়র পর্যবেক্ষক নিয়োগ করলেন।
এই রাজ্যের পর্যবেক্ষক হয়েছেন সুদীপ রায় বর্মণ, শাকিল আহমেদ খান ও প্রকাশ যোশি। অসমে পর্যবেক্ষক হয়েছেন ভূপেশ বাঘেল, ডি কে শিবকুমার ও বন্ধু তিরকে।
উল্লেখযোগ্যভাবে কেরালায় চার পর্যবেক্ষক নিয়োগ করেছে কংগ্রেস। তাঁরা হলেন, সচিন পাইলট, কে জে জর্জ, ইমরান প্রতাপগারহি ও কানহাইয়া কুমার।
তামিলনাড়ু ও পন্ডিচেরির পর্যবেক্ষক হয়েছেন মুকুল ওয়াসনিক, উত্তম কুমার রেড্ডি ও কাজি মহম্মদ নিজামুদ্দিন।
দলের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল স্বাক্ষরিত এই বার্তা ভোটমুখি রাজ্যগুলিতে এসেছে।


জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এআইসিসি-র এই সিনিয়র পর্যবেক্ষকদের নিয়োগ করেছেন। সম্প্রতি দেশের একমাত্র বাম শাসিত রাজ্য কেরালায় স্থানীয় প্রশাসন নির্বাচনে ভাল ফল করেছে কংগ্রেস। বামেদের হারিয়ে বেশ কয়েকটি পুরসভা, পুর নিগম ইত্যাদি দখল করেছেন তাঁরা। এতে দল রীতিমত উজ্জীবিত।
পরপর দুবার নজিরবিহীনভাবে কেরালায় ক্ষমতাসীন বামফ্রন্টকে এবার প্রবল প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হবে বলে রাজনৈতিক মহল মনে করেন। ছোট রাজ্য হলেও কেরালাকে
ভোটমুখি অন্য তিন রাজ্যের তুলনায় জাতীয় কংগ্রেস নেতৃত্ব
বিশেষ গুরুত্ব দিচ্ছেন বলে অভিজ্ঞ মহল মনে করেন। এই রাজ্যে এবার কংগ্রেসের ক্ষমতায় আসার সম্ভাবনা উজ্জ্বল বলে রাজনীতির কারবারিদের ধারণা। প্রাক্তন বামপন্থী ছাত্র নেতা কানহাইয়া কুমারকে ওই রাজ্যে পর্যবেক্ষক নিয়োগের মাধ্যমে ও সুবার্তা দিয়েছেন তাঁরা, এমনটাই মনে করেন রাজনৈতিক মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*