রোজদিন ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান কেকেআর-এ খেলতে পারবেন না বলে আজ জানিয়ে দিল বিসিসিআই। ভারতীয় ক্রিকেট দলের নিয়ামক বিসিসিআই এর সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, বাংলাদেশে হিন্দুদের হত্যা, অত্যাচারের প্রেক্ষিতে তাঁদের ওপর চাপ বাড়ছিল। ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেকেআর-কে মুস্তাফিজুর রহমান-কে ছেড়ে দিতে হবে, তাঁর বদলে অন্য কোন খেলোয়াড়কে নিলে তাঁরা অনুমোদন দেবেন।
উল্লেখ্য, মুস্তাফিজুর রহমান-কে দলে নেওয়ার বিরুদ্ধে বিজেপি নেতা সঙ্গীত সোম সহ একাধিক জন শাহরুখ খান-কে দেশদ্রোহী তকমা দিতেও ছাড়েননি। তখনও বিসিসিআই জানিয়েছিল, কে কেআর-এ মুস্তাফিজুর রহমান খেলতে পারবেন। ওয়াকেবহাল মহল মনে করেন, বিজেপির চাপে পড়ে বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেস সাংসদ শশি থারুর শুক্রবার মুস্তাফিজুর রহমান-এর কেকেআরে খেলায় আপত্তি কিসের বলে জানিয়েছিলেন। খেলার সঙ্গে রাজনীতি, সাম্প্রদায়িক তা না মেশানোই উচিত বলে তিনি জানান।
সূত্রে র খবর, ২৬/১১ র পর পাকিস্তানের খেলোয়াড়রা আইপিএলে খেলার সুযোগ পান না, এবার বাংলাদেশের ক্ষেত্রেও কি একই পথে দেশ হাঁটবে? বিভিন্ন মহলে এই প্রশ্ন উঠেছে।

Be the first to comment