সত্যিই কি মালদা মুর্শিদাবাদ হতে চলেছে বাংলাদেশের দখলে!

Spread the love

রোজদিন ডেস্ক :-  ভৌগলিক সীমানা বাড়াতে পারে বাংলাদেশ। যার ফলে মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চল দখল করতে পারে পদ্মা পাড়ের দেশ। ভয়ংকর বিপদের দিন আসছে এমনটাই সাংবাদিক বৈঠকে দাবি করলেন প্রদেশ কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী।পাকিস্তান এবং চীনের সঙ্গে মিলেমিশে ভারতের বিস্তীর্ণ অঞ্চল বিশেষত বাংলার মুর্শিদাবাদ দখল করে নিতে পারে বাংলাদেশ।

মৌলবাদীরা যেভাবে হিন্দুদের উপর আক্রমণ চালাচ্ছে তা আসলে প্রতীকি। ভবিষ্যতে এই আক্রমণ সীমান্ত পেরিয়ে আসবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন প্রাক্তন সাংসদ। তবে বাংলাদেশ যে গতিতে এগোচ্ছে তাতে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মনে করছেন মুর্শিদাবাদ দখল করে নিতে পারে বাংলাদেশ।
বাংলাদেশের তুলনায় বাংলায় মৌলবাদীরা অনেকটাই প্রতিপত্তি বাড়াবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অধীর রঞ্জন চৌধুরী! বাংলাদেশের হিন্দু নির্যাতনের তীব্র নিন্দা করেছেন তিনি।

প্রসঙ্গত বাংলাদেশের অচলাবস্থা শুরু হতেই সেখানে বর্বর অত্যাচার চালানো হয় হিন্দু সংখ্যালঘুদের উপর। অমুসলিম বিভিন্ন সম্প্রদায়ের উপর চলে কড়াঘাত। এরপর ইসকনের প্রভু চিন্ময় কৃষ্ণ মহারাজের গ্রেপ্তারির পর আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে বাংলাদেশের পরিস্থিতি। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির মতন বাংলাতেও এক অরাজকতা এবং বিশৃঙ্খলা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অধীর। মুর্শিদাবাদের পর মালদহ দাবি করতে পারে বাংলাদেশ এবং ইউনুস সরকার এই শঙ্কাও প্রকাশ করেছেন অধীর রঞ্জন চৌধুরী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*